ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমি আয়নাঘরে ছিলাম: আমির হামজা

নিজস্ব প্রতিবদেক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৯:৫০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 95

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজা। ফাইল ছবি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজা বলেছেন, ‘আমি নিজে আয়নাঘরে ছিলাম। কঠিন জায়গা, সেখানে না থাকলে বোঝানো যাবে না। আয়নাঘর আবার ফিরে আসবে, এটা আমরা মেনে নেব না। আয়নাঘর ফিরে আসবে না, এই জন্যই আমাদের পাঁচ দফা।’

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়া শহরের প্রধান সড়কে এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।

জেলা জামায়াতের আমির বলেন, ‘আমরা যে দাবিগুলো তুলে ধরেছি, এগুলো শুধু জামায়াতে ইসলামীর দাবি নয়। ৩১টি দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এ দাবিগুলোর সঙ্গে একমত হয়েছে।’

মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার শাসন প্রতিষ্ঠিত হবে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতেই ভোটগ্রহণ করতে হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমি আয়নাঘরে ছিলাম: আমির হামজা

সর্বশেষ আপডেট ০৯:৫০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজা বলেছেন, ‘আমি নিজে আয়নাঘরে ছিলাম। কঠিন জায়গা, সেখানে না থাকলে বোঝানো যাবে না। আয়নাঘর আবার ফিরে আসবে, এটা আমরা মেনে নেব না। আয়নাঘর ফিরে আসবে না, এই জন্যই আমাদের পাঁচ দফা।’

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়া শহরের প্রধান সড়কে এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।

জেলা জামায়াতের আমির বলেন, ‘আমরা যে দাবিগুলো তুলে ধরেছি, এগুলো শুধু জামায়াতে ইসলামীর দাবি নয়। ৩১টি দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এ দাবিগুলোর সঙ্গে একমত হয়েছে।’

মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার শাসন প্রতিষ্ঠিত হবে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতেই ভোটগ্রহণ করতে হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।