আমির হামজাকে সতর্ক করেছে জামায়াত
- সর্বশেষ আপডেট ০৬:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 85
জামায়াতে ইসলামী সম্প্রতি দলীয় প্রার্থী মুফতি আমির হামজাকে সতর্ক করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া তার কিছু বক্তব্য ব্যাপক সমালোচিত হলে এ পদক্ষেপ নেয় দলটি। তবে এখনো তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
সূত্র জানিয়েছে, বক্তব্যটি ভাইরাল হওয়ার পর জামায়াত দ্রুত আমির হামজার সঙ্গে যোগাযোগ করে। তখন তিনি চট্টগ্রামে অবস্থান করছিলেন, ফলে সরাসরি বৈঠক সম্ভব হয়নি। ২২ সেপ্টেম্বর ঢাকায় ফেরার পর তাকে নিয়ে বসে জামায়াতের এক শীর্ষ পর্যায়ের দল। বৈঠকে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারাক হোসাইন। হামজার ব্যাখ্যা শোনার পর বিষয়টি নীতিনির্ধারকদের জানানো হয়। পরে জামায়াতের পক্ষ থেকে তাকে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে একই ধরনের বক্তব্য দিলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মোবারাক হোসাইন বলেন, “আমরা তার সঙ্গে বসেছিলাম। তিনি নিজের ভুল স্বীকার করেছেন এবং ক্ষমাও চেয়েছেন। তাকে পরিষ্কার জানানো হয়েছে, এ ধরনের মন্তব্য আবার করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত কখনো এ ধরনের ব্যাপারে কাউকে ছাড় দেয় না।”
প্রসঙ্গত, সম্প্রতি এক ওয়াজ মাহফিলে আমির হামজা দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে ১৬ বছর আজান দিতে দেওয়া হয়নি, ছাত্রলীগের কারণে ফজরের আজান বন্ধ ছিল। মুহসীন হলের শিক্ষার্থীরা এই বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছেন।
এছাড়া তিনি নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সাবেক শিক্ষার্থী পরিচয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নাকি শিক্ষার্থীরা সকালে ‘মদ’ দিয়ে কুলি করে এবং ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়। তার এই মন্তব্যের প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, হামজার দাবি সত্য নয় এবং তিনি যে ওই বিভাগে ভর্তি হয়েছিলেন, তাও ভিত্তিহীন।































