ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 114

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মহসীন হলকে নিয়ে ইসলামি বক্তা মুফতি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জন্য হল প্রশাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মহসীন হলের ছাত্রদল

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সামনে এক সভায় এই দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

মহসীন হল ছাত্রদল সদস্য সচিব মনসুর রাফি বলেন, “হাজী মুহম্মদ মুহসীন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল। এখানকার বেশিরভাগ শিক্ষার্থী নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, আমির হামজা নামের বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী দাবি করছেন, ছাত্রশিবির ডাকসু জয়ের আগে মহসীন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল। এটি সম্পূর্ণ মিথ্যা এবং আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন, “আমরা এমন অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। মহসীন হলের শিক্ষার্থীদের ব্যাপারে ভুল ধারণা তৈরির এ ধরনের প্রচেষ্টা কখনোই কাম্য নয়। আমরা দেশবাসীকে ধর্মের নামে মিথ্যাচার ও অপরাজনীতি করা গোষ্ঠী থেকে সতর্ক থাকার আহ্বান জানাই।”

মনসুর রাফি উল্লেখ করেন, “উপরোক্ত মিথ্যা বক্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাই হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জ্ঞাপন ও অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানানো হচ্ছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : ছাত্রদল

সর্বশেষ আপডেট ০৬:১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মহসীন হলকে নিয়ে ইসলামি বক্তা মুফতি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জন্য হল প্রশাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মহসীন হলের ছাত্রদল

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সামনে এক সভায় এই দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

মহসীন হল ছাত্রদল সদস্য সচিব মনসুর রাফি বলেন, “হাজী মুহম্মদ মুহসীন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল। এখানকার বেশিরভাগ শিক্ষার্থী নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, আমির হামজা নামের বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী দাবি করছেন, ছাত্রশিবির ডাকসু জয়ের আগে মহসীন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল। এটি সম্পূর্ণ মিথ্যা এবং আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন, “আমরা এমন অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। মহসীন হলের শিক্ষার্থীদের ব্যাপারে ভুল ধারণা তৈরির এ ধরনের প্রচেষ্টা কখনোই কাম্য নয়। আমরা দেশবাসীকে ধর্মের নামে মিথ্যাচার ও অপরাজনীতি করা গোষ্ঠী থেকে সতর্ক থাকার আহ্বান জানাই।”

মনসুর রাফি উল্লেখ করেন, “উপরোক্ত মিথ্যা বক্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাই হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জ্ঞাপন ও অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানানো হচ্ছে।”