ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমার ৭টা নোবেল পাওয়া উচিত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 84

আমার ৭টা নোবেল পাওয়া উচিত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বের বিভিন্ন স্থানে সাতটি বড় যুদ্ধ বন্ধ করেছেন এবং এজন্য তার সাতটি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।

শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তৃতায় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এমন সব কাজ হয়েছে যা ইতিহাসে আগে কখনো হয়নি।

ট্রাম্প জানান, তিনি ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গোর মধ্যে সংঘাত থামাতে ভূমিকা রেখেছেন। তার মতে, এসব যুদ্ধের বেশিরভাগই বাণিজ্য কৌশলের মাধ্যমে থেমেছে। বিশেষ করে ভারত-পাকিস্তানের ক্ষেত্রে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, অনেকে মনে করেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারলে তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন। কিন্তু তার দাবি, তিনি তো আগেই সাতটি যুদ্ধ থামিয়েছেন—প্রতিটির জন্য আলাদা নোবেলই তার প্রাপ্য। ট্রাম্প আরও যোগ করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধও তার পক্ষে থামানো সম্ভব, কারণ ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ছিল। তবে রুশ প্রেসিডেন্টের সাম্প্রতিক আচরণে তিনি হতাশ হয়েছেন বলে উল্লেখ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমার ৭টা নোবেল পাওয়া উচিত: ট্রাম্প

সর্বশেষ আপডেট ০৫:০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বের বিভিন্ন স্থানে সাতটি বড় যুদ্ধ বন্ধ করেছেন এবং এজন্য তার সাতটি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।

শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তৃতায় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এমন সব কাজ হয়েছে যা ইতিহাসে আগে কখনো হয়নি।

ট্রাম্প জানান, তিনি ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গোর মধ্যে সংঘাত থামাতে ভূমিকা রেখেছেন। তার মতে, এসব যুদ্ধের বেশিরভাগই বাণিজ্য কৌশলের মাধ্যমে থেমেছে। বিশেষ করে ভারত-পাকিস্তানের ক্ষেত্রে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, অনেকে মনে করেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারলে তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন। কিন্তু তার দাবি, তিনি তো আগেই সাতটি যুদ্ধ থামিয়েছেন—প্রতিটির জন্য আলাদা নোবেলই তার প্রাপ্য। ট্রাম্প আরও যোগ করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধও তার পক্ষে থামানো সম্ভব, কারণ ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ছিল। তবে রুশ প্রেসিডেন্টের সাম্প্রতিক আচরণে তিনি হতাশ হয়েছেন বলে উল্লেখ করেন।