আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নয়: তারেক রহমান
- সর্বশেষ আপডেট ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 64
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তার জন্য দেশজুড়ে দোয়া চলছে, আর প্রধান উপদেষ্টাও দ্রুত সুস্থতার কামনা করে সর্বোচ্চ চিকিৎসা–সহায়তার আশ্বাস দিয়েছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির পর থেকেই তারেক রহমান দেশে ফিরবেন কি না—এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেন তিনি।
তারেক রহমান লেখেন, সংকটময় এই সময়ে মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই রয়েছে। তবে দেশে ফেরার সিদ্ধান্তটি শুধু তার ব্যক্তিগত নয়; বাস্তবতার বেশ কিছু জটিলতা রয়েছে, যা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত করে। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলেই পরিবারের বিশ্বাস।
তিনি দেশ–বিদেশের চিকিৎসক, সহায়তাপ্রদানকারী রাষ্ট্র এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্যের জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করেন।































