আইএসপিআর’র স্পষ্ট বার্তা
আমাদের সন্তানদের নিয়ে গোপনীয়তার প্রয়াস নেই
- সর্বশেষ আপডেট ০৪:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 216
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, “আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপনের ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই।”
ঘটনার পরপরই সেনাবাহিনী সর্বোচ্চ সচেষ্ট হয়ে উদ্ধারকাজে অংশ নেয় বলে জানান তিনি। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন। এই তথ্যও আইএসপিআরের পক্ষ থেকেই জানানো হয়েছিল।
ঘটনার ব্যাপ্তি এবং মানবিক বিপর্যয়ের গভীরতা বিবেচনায় নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য। এ প্রসঙ্গে আইএসপিআর পরিচালক বলেন, “মৃত্যুর সংখ্যা নিয়ে ভিত্তিহীন, অনুমাননির্ভর ও বানোয়াট তথ্য ছড়ানো একটি বিপজ্জনক প্রবণতা। এসব তথ্য সাধারণ মানুষকে না বুঝে আতঙ্কিত করছে।”
তিনি আরও বলেন, “যেকোনো গণমাধ্যম চাইলেই এ বিষয়ে তদন্ত করতে পারে। আমরা চাই সবাই স্বচ্ছতা দেখুক। সংশ্লিষ্ট যেকোনো স্থান পরিদর্শনের অনুমতি দেওয়া হবে।”
ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন আইএসপিআর টিম লে. কর্নেল সামি উদ দৌলা জানান, ঘটনার পরপরই তিনি নিজে এবং আইএসপিআরের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন।
তার ভাষায়, “এটি শুধু একটি দায়িত্ব নয়, আমাদের মানবিক কর্তব্য। আমাদের ছেলে-মেয়েরা নিহত হয়েছে, তাদের জন্য প্রতিটি তথ্য ও পদক্ষেপ স্পষ্ট ও স্বচ্ছ রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দুর্যোগে গুজব দ্রুত ছড়াতে থাকে এবং তা শুধু আতঙ্ক নয়, উদ্ধারকাজ ও চিকিৎসা কার্যক্রমেও বাধা হয়ে দাঁড়ায়। রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে অপ্রয়োজনীয় চাপের মুখে ফেলতে পারে এমন পরিস্থিতি।
সেনাবাহিনী পরিচালিত উদ্ধার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টার বিরুদ্ধে তাই সরকারি অবস্থান জোরালো করতেই আইএসপিআরের এই সংবাদ বিজ্ঞপ্তি।
লে. কর্নেল সামি উদ দৌলা জানান, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও সিভিল প্রশাসন সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে। নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখা হচ্ছে।
































