ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ফাতিমা তাসনীম

আমরা দুটি ভুল করেছি, একটি স্বৈরাচারের পতন ঘটিয়ে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 104

ফাতিমা তাসনীম

বাংলাদেশ আম জনগণ পার্টির সদস্যসচিব ফাতিমা তাসনীম বলেছেন, “আমরা দুটি ভুল করেছি। একটি হলো স্বৈরাচার সরকারের পতন ঘটানো, আর দ্বিতীয়টি হলো শহীদ না হওয়া।”

তিনি বলেন, “এখন আমরা ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের হুমকি পাচ্ছি। আমাদের বাসায় কাফনের কাপড় পাঠানো হচ্ছে। আমরা এমন এক পরিস্থিতিতে আছি, যেখানে জীবন বাজি রেখে দেশকে বাঁচালাম, অথচ এই রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিতে পারছে না।”

শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিক্যালে নুরুল হক নুরকে দেখতে এসে এসব কথা বলেন ফাতিমা তাসনীম। নুর বর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতি। ফাতিমা নিজেও একসময় গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন। তবে পরে তিনি পদত্যাগ করে বাংলাদেশ আম জনগণ পার্টিতে যোগ দেন।

এ সময় নুরের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ফাতিমা বলেন, “এই নুরের রক্তের ওপর এই সরকার টিকে আছে।” তিনি ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনার বিচার দাবি করেন।

ফাতিমা তাসনীম আরও বলেন, “নুর সাহসের বাতিঘর, প্রতিটি ঘরে ঘরে নুর আছেন। নুরের কাছ থেকে সাহস ও উদ্যম পেয়ে আমি এখন আম জনগণ পার্টির নেতৃত্ব দিচ্ছি।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে বিদেশি কোনো ষড়যন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। আর কেউ যদি পতিত স্বৈরাচার সরকারকে ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে আবারও একটি জুলাই আন্দোলন গড়ে তোলা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফাতিমা তাসনীম

আমরা দুটি ভুল করেছি, একটি স্বৈরাচারের পতন ঘটিয়ে

সর্বশেষ আপডেট ০৪:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

বাংলাদেশ আম জনগণ পার্টির সদস্যসচিব ফাতিমা তাসনীম বলেছেন, “আমরা দুটি ভুল করেছি। একটি হলো স্বৈরাচার সরকারের পতন ঘটানো, আর দ্বিতীয়টি হলো শহীদ না হওয়া।”

তিনি বলেন, “এখন আমরা ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের হুমকি পাচ্ছি। আমাদের বাসায় কাফনের কাপড় পাঠানো হচ্ছে। আমরা এমন এক পরিস্থিতিতে আছি, যেখানে জীবন বাজি রেখে দেশকে বাঁচালাম, অথচ এই রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিতে পারছে না।”

শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিক্যালে নুরুল হক নুরকে দেখতে এসে এসব কথা বলেন ফাতিমা তাসনীম। নুর বর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতি। ফাতিমা নিজেও একসময় গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন। তবে পরে তিনি পদত্যাগ করে বাংলাদেশ আম জনগণ পার্টিতে যোগ দেন।

এ সময় নুরের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ফাতিমা বলেন, “এই নুরের রক্তের ওপর এই সরকার টিকে আছে।” তিনি ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনার বিচার দাবি করেন।

ফাতিমা তাসনীম আরও বলেন, “নুর সাহসের বাতিঘর, প্রতিটি ঘরে ঘরে নুর আছেন। নুরের কাছ থেকে সাহস ও উদ্যম পেয়ে আমি এখন আম জনগণ পার্টির নেতৃত্ব দিচ্ছি।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে বিদেশি কোনো ষড়যন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। আর কেউ যদি পতিত স্বৈরাচার সরকারকে ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে আবারও একটি জুলাই আন্দোলন গড়ে তোলা হবে।