আমরা অনেক সুযোগ কাজে লাগাতে পারিনি: নাহিদ ইসলাম
- সর্বশেষ আপডেট ০৭:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, দেশের রাজনীতিতে এখন নানা ধরনের ‘কার্ড’ ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। তবে তাদের মতে, নাগরিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড হওয়া উচিত জাতীয় পরিচয়পত্র বা নাগরিক কার্ড। ক্ষমতায় গেলে একটি কার্ডের মাধ্যমেই সব নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তাদের।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে এনসিপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, অতীতে তারা অনেক গুরুত্বপূর্ণ সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেননি। পুরোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কারণে কিছু ক্ষেত্রে নিজেদের নতুন ব্যবস্থাপনার লক্ষ্য বাস্তবায়নে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। তবে সংস্কার কার্যক্রম নিয়ে যে প্রতিশ্রুতি পাওয়া গেছে, তা গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। জোট সরকার গঠন করতে পারলে অংশীদারিত্বের ভিত্তিতেই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জোটের আওতায় বিভিন্ন দল থাকলেও সরকার গঠিত হলে কোনো একক দলের এজেন্ডার ওপর নির্ভর করে কাজ করা হবে না। বাস্তবতা বিবেচনায় নিয়েই তারা নির্বাচনি ইশতেহার প্রণয়ন করেছেন। অনেক দল নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দিলেও এনসিপি বাস্তবসম্মত পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, ক্ষমতায় এলে শিক্ষা, প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্যখাত এবং নারীর ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ খাতে জোটসঙ্গীদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।





























