আমদানির প্রভাবে পেঁয়াজের বাজারে স্বস্তি, কমেছে দাম
- সর্বশেষ আপডেট ০৭:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 127
পেঁয়াজ আমদানির সিদ্ধান্তের পর বাজারে দাম কমতে শুরু করেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতিকেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে মূল্য, ফলে ভোক্তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন।
রাজধানীর কারওয়ানবাজারে দেশি পুরোনো পেঁয়াজের সরবরাহ সামান্য কম দেখা গেলেও পাইকারিতে কেজিপ্রতি প্রায় ১২০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে একই পণ্য ১৩০ টাকার মতো দামেই পাওয়া যাচ্ছে। দুই দিন আগেও এই পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৫০ টাকার কাছাকাছি ছিল।
অন্যদিকে, মুড়িকাটা জাতের পেঁয়াজ দোকানগুলোতে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের মতে, আমদানি অব্যাহত থাকলে এবং মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ আরও বাড়লে দাম আরও কমতে পারে।
প্রায় এক মাস আগে হঠাৎ বাজারে অস্থিরতা সৃষ্টি হলে সরকার দ্রুত আমদানি অনুমোদন দেয়। অনুমতির পর দাম ধীরে ধীরে নিম্নমুখী হতে শুরু করে। ইতোমধ্যে হিলি স্থলবন্দর দিয়ে ৩০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে এবং আমদানির ধারা অব্যাহত রয়েছে।
































