ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে ৩০ আসামির বিচার শুরু

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 71

আবু সাঈদ হত্যাকাণ্ড ও আশুলিয়া মামলার আসামিরা ট্রাইব্যুনালে

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৩০ আসামির বিরুদ্ধে বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৬ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ছয় আসামিকে এদিন আদালতে হাজির করা হয়। তারা হলেন; এএসআই আমির হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।

এর আগে ৩০ জুন, আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করে ট্রাইব্যুনাল। একইদিন মামলার পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রহমানও রয়েছেন।

মামলার তদন্তে উঠে এসেছে, গত বছরের ১৬ জুলাই রংপুরে কোটাবিরোধী আন্দোলনের সময় পুলিশ গুলি চালায়, এতে আবু সাঈদ নিহত হন। ঘটনার পেছনে তৎকালীন প্রশাসন, পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাদের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হয়।

বর্তমানে মামলাটি বিচারাধীন। ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রমে সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে ৩০ আসামির বিচার শুরু

সর্বশেষ আপডেট ১২:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৩০ আসামির বিরুদ্ধে বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৬ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ছয় আসামিকে এদিন আদালতে হাজির করা হয়। তারা হলেন; এএসআই আমির হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।

এর আগে ৩০ জুন, আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করে ট্রাইব্যুনাল। একইদিন মামলার পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রহমানও রয়েছেন।

মামলার তদন্তে উঠে এসেছে, গত বছরের ১৬ জুলাই রংপুরে কোটাবিরোধী আন্দোলনের সময় পুলিশ গুলি চালায়, এতে আবু সাঈদ নিহত হন। ঘটনার পেছনে তৎকালীন প্রশাসন, পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাদের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হয়।

বর্তমানে মামলাটি বিচারাধীন। ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রমে সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানা গেছে।