ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবুধাবিতে মাছ ধরতে যাওয়ার সময় দুই বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:২৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 116

আবুধাবিতে মাছ ধরতে যাওয়ার সময় দুই বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মাছ ধরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল (৪২) এবং সিলেটের বিছানাকান্দি এলাকার নাসির উদ্দিন (৪৮)। আহত চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ মোক্তার আলী (৩৫) বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে আবুধাবির সিলা হাইওয়ে, বর্তমান খলিফা বিন জায়েদ রোডের ১১ নম্বর এক্সিটের আগে।

আহত মোক্তার আলীর বর্ণনা অনুযায়ী, তারা ভোরে হামিম এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। পথে গাড়িতে ত্রুটি দেখা দিলে সেটি রাস্তার পাশে থামানো হয়। এরপর তিনি সাহায্যের জন্য রুবেলকে ফোন করেন। রুবেল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির কুল্যান্টে পানি দিচ্ছিলেন, আর নাসির পাশে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই পেছন দিক থেকে একটি ছয় চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িতে ধাক্কা দেয় এবং প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়।

ধাক্কার পর তিনটি গাড়িতেই আগুন ধরে যায়। ঘটনাস্থলেই রুবেল দগ্ধ হয়ে ও নাসির গুরুতর আঘাত পেয়ে মারা যান। মোক্তার আলী ঘাড় ও পায়ে আঘাত পেয়ে প্রাণে বেঁচে যান। নিহতদের মরদেহ বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, রুবেল ও নাসির দীর্ঘদিন ধরে আবুধাবিতে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রুবেল প্রবাসে ছিলেন ১৮ বছর ধরে, আর নাসির ১৭ বছর ধরে। রুবেলের তিন সন্তান — ১২ ও ১ বছরের দুই ছেলে এবং ৭ বছরের এক মেয়ে। নাসিরের রয়েছে ১১ বছরের এক মেয়ে ও ৫ বছরের এক ছেলে।

ঘটনার পর পুলিশ ট্রাক ও এর চালককে আটক করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষ হলে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আবুধাবিতে মাছ ধরতে যাওয়ার সময় দুই বাংলাদেশি নিহত

সর্বশেষ আপডেট ১১:২৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মাছ ধরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল (৪২) এবং সিলেটের বিছানাকান্দি এলাকার নাসির উদ্দিন (৪৮)। আহত চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ মোক্তার আলী (৩৫) বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে আবুধাবির সিলা হাইওয়ে, বর্তমান খলিফা বিন জায়েদ রোডের ১১ নম্বর এক্সিটের আগে।

আহত মোক্তার আলীর বর্ণনা অনুযায়ী, তারা ভোরে হামিম এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। পথে গাড়িতে ত্রুটি দেখা দিলে সেটি রাস্তার পাশে থামানো হয়। এরপর তিনি সাহায্যের জন্য রুবেলকে ফোন করেন। রুবেল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির কুল্যান্টে পানি দিচ্ছিলেন, আর নাসির পাশে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই পেছন দিক থেকে একটি ছয় চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িতে ধাক্কা দেয় এবং প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়।

ধাক্কার পর তিনটি গাড়িতেই আগুন ধরে যায়। ঘটনাস্থলেই রুবেল দগ্ধ হয়ে ও নাসির গুরুতর আঘাত পেয়ে মারা যান। মোক্তার আলী ঘাড় ও পায়ে আঘাত পেয়ে প্রাণে বেঁচে যান। নিহতদের মরদেহ বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, রুবেল ও নাসির দীর্ঘদিন ধরে আবুধাবিতে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রুবেল প্রবাসে ছিলেন ১৮ বছর ধরে, আর নাসির ১৭ বছর ধরে। রুবেলের তিন সন্তান — ১২ ও ১ বছরের দুই ছেলে এবং ৭ বছরের এক মেয়ে। নাসিরের রয়েছে ১১ বছরের এক মেয়ে ও ৫ বছরের এক ছেলে।

ঘটনার পর পুলিশ ট্রাক ও এর চালককে আটক করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষ হলে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে।