আবার ডাক মারলেন বিজয়
- সর্বশেষ আপডেট ১১:২১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 213
কলম্বোয় চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করতে নেমেই চাপে পড়েছে বাংলাদেশ। ওপেনার এনামুল হক বিজয় মাত্র শূন্য রানেই বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়নে। আগের টেস্টের মতো এবারও কোনো রান না করেই আউট হলেন বিজয়। গল টেস্টের প্রথম ইনিংসে শূন্য করার পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছিলেন তিনি।
ম্যাচের শুরুতে বাংলাদেশ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে মাত্র ৫ রান। বর্তমানে ক্রিজে আছেন সাদমান ইসলাম ও মুমিনুল হক।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। ইনজুরির কারণে বাদ পড়েছেন হাসান মাহমুদ, তাঁর জায়গায় ফিরেছেন এবাদত হোসেন। আর ব্যাটার জাকের আলীর পরিবর্তে একাদশে ঢুকেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
শ্রীলঙ্কা দলেও এসেছে দুটি পরিবর্তন। অবসর নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায় অভিষেক হয়েছে অলরাউন্ডার সোনাল দিনুশার। ইনজুরিতে পড়া মিলান রত্নায়েকের পরিবর্তে খেলছেন পেসার বিশ্ব ফার্নান্দো।
বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন।
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্ডু রত্নায়েকে, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।































