আবারও ৩.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত
- সর্বশেষ আপডেট ১২:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 443
ঢাকা বিভাগের গাজীপুরের বাইপাইল এলাকায় আজ সকালে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানায়, সকাল ১০টা ৩৬ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র একদিন আগে, গতকাল দেশের বিভিন্ন অঞ্চলেশক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সে ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হয় এবং এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে।
পরপর দুই দিনে ভূমিকম্প অনুভূত হওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।


































