আবারও বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
- সর্বশেষ আপডেট ০৭:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 232
আবারও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ওমর মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের বাম পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার সকালে জারুলিয়াছড়ি বিওপির ৪৬-৪৭ নম্বর পিলারের ৪০০ মিটার ভেতরে, মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত ওমর মিয়া কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা সাবের মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গরু ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন ওমর মিয়া। প্রতিদিনের মতো চোরাই পণ্য আনতে গিয়ে তিনি আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে আহত হন। এতে তার বাম পায়ের গোড়ালির নিচের অংশ উড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, নাইক্ষ্যংছড়িসহ বান্দরবানের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ছয় মাসে স্থলমাইন বিস্ফোরণে অন্তত ১০ জনের পা বিচ্ছিন্ন হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হাসান বলেন, “মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার খবর পেয়েছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন।”
উল্লেখ্য, গত ২২ জুন নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তেও মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়।


































