ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 85

সয়াবিন তেল

দেশে আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটি প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

কমিশনের ব্যাখ্যায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে গড় এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড খরচ এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় তেলের দাম সমন্বয়ের এই সুপারিশ করা হয়েছে। এর ফলে বছরের শেষ দিকে আবারও ভোজ্যতেলের বাজারে দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ জুলাই অনুষ্ঠিত মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ায় এবং ডলারের মান বৃদ্ধির কারণে আমদানিকৃত তেলের খরচ বেড়ে গেছে।

নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিনের দাম দাঁড়ায় ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার। এই পরিবর্তনের প্রেক্ষিতেই কমিশন নতুন মূল্য সমন্বয়ের প্রস্তাব দিয়েছে।

সুপারিশে প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা বিনিময় হার ধরে হিসাব করা হয়েছে। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৮ টাকা ২৭ পয়সা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৬৯ টাকার বদলে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুসারে, গত এক বছরে বোতলজাত সয়াবিন তেলের দাম দেশে গড়ে প্রায় ১৪ শতাংশ বেড়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম

সর্বশেষ আপডেট ০৫:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

দেশে আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটি প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

কমিশনের ব্যাখ্যায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে গড় এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড খরচ এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় তেলের দাম সমন্বয়ের এই সুপারিশ করা হয়েছে। এর ফলে বছরের শেষ দিকে আবারও ভোজ্যতেলের বাজারে দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ জুলাই অনুষ্ঠিত মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ায় এবং ডলারের মান বৃদ্ধির কারণে আমদানিকৃত তেলের খরচ বেড়ে গেছে।

নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিনের দাম দাঁড়ায় ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার। এই পরিবর্তনের প্রেক্ষিতেই কমিশন নতুন মূল্য সমন্বয়ের প্রস্তাব দিয়েছে।

সুপারিশে প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা বিনিময় হার ধরে হিসাব করা হয়েছে। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৮ টাকা ২৭ পয়সা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৬৯ টাকার বদলে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুসারে, গত এক বছরে বোতলজাত সয়াবিন তেলের দাম দেশে গড়ে প্রায় ১৪ শতাংশ বেড়েছে।