ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আফগান মন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 108

ভারত-আফগানিস্তান

চার বছর আগে, ২০২১ সালে আফগানিস্তানের শাসনক্ষমতা দখল করে নেয় তালেবান। তখন তাদের ভয়ে নির্বাচিত সরকার থেকে শুরু করে মার্কিন সেনারাও দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। দীর্ঘ চার বছর বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল আফগানিস্তান। তবে এবার দেশটির জন্য আস্তে আস্তে খুলতে শুরু করেছে বৈশ্বিক সম্পর্কের দুয়ার।

খবর রয়টার্স।

চীন ও রাশিয়ার পর এবার ভারতও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী। এরই অংশ হিসেবে চলতি মাসেই নয়াদিল্লি সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তার ওপর থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটি সাময়িকভাবে প্রত্যাহার করায় এই সফরের পথ খুলে গেছে। এর মাধ্যমে তিনিই হবেন প্রথম কোনো জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা, যিনি ভারত সফরে যাচ্ছেন।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৭ অক্টোবর মস্কো সামিটে যোগ দেবেন মুত্তাকি। এরপর তিনি ভারত সফর করবেন। ওই সামিটে চীন, ভারত, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। এর আগে মুত্তাকির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে তার নয়াদিল্লি সফরের সুযোগ তৈরি হয়েছে।

এ সফরে ভারতের সঙ্গে ঠিক কী নিয়ে আলোচনা হবে, তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, আমির খান মুত্তাকির সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। অদূর ভবিষ্যতে ভারতের মন্ত্রী পর্যায়ের কেউ আফগানিস্তান সফরেও যেতে পারেন। এখন কৌতূহলের বিষয় হলো—দুই দেশের মধ্যে কী ধরনের সমঝোতা বা বিনিময় হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আফগান মন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল

সর্বশেষ আপডেট ১০:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

চার বছর আগে, ২০২১ সালে আফগানিস্তানের শাসনক্ষমতা দখল করে নেয় তালেবান। তখন তাদের ভয়ে নির্বাচিত সরকার থেকে শুরু করে মার্কিন সেনারাও দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। দীর্ঘ চার বছর বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল আফগানিস্তান। তবে এবার দেশটির জন্য আস্তে আস্তে খুলতে শুরু করেছে বৈশ্বিক সম্পর্কের দুয়ার।

খবর রয়টার্স।

চীন ও রাশিয়ার পর এবার ভারতও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী। এরই অংশ হিসেবে চলতি মাসেই নয়াদিল্লি সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তার ওপর থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটি সাময়িকভাবে প্রত্যাহার করায় এই সফরের পথ খুলে গেছে। এর মাধ্যমে তিনিই হবেন প্রথম কোনো জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা, যিনি ভারত সফরে যাচ্ছেন।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৭ অক্টোবর মস্কো সামিটে যোগ দেবেন মুত্তাকি। এরপর তিনি ভারত সফর করবেন। ওই সামিটে চীন, ভারত, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। এর আগে মুত্তাকির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে তার নয়াদিল্লি সফরের সুযোগ তৈরি হয়েছে।

এ সফরে ভারতের সঙ্গে ঠিক কী নিয়ে আলোচনা হবে, তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, আমির খান মুত্তাকির সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। অদূর ভবিষ্যতে ভারতের মন্ত্রী পর্যায়ের কেউ আফগানিস্তান সফরেও যেতে পারেন। এখন কৌতূহলের বিষয় হলো—দুই দেশের মধ্যে কী ধরনের সমঝোতা বা বিনিময় হতে পারে।