আপনার যোনি ‘স্বাভাবিক’ কিনা, বুঝার সহজ উপায়
- সর্বশেষ আপডেট ০৭:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 994
যোনি কি ছোট নাকি বড়, এই প্রশ্ন অনেক নারীর মনে ঘুরপাক খায়, বিশেষ করে টেম্পন (মেনস্ট্রুয়াল) কাপ ব্যবহারে অসুবিধা হয়। তবে চিকিৎসকরা বলছেন, যোনির দৈর্ঘ্য ব্যক্তি ভেদে ভিন্ন হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটি একেবারেই স্বাভাবিক। আপনার যোনির দৈর্ঘ্য কত? ছোট হলে কী সমস্যা হতে পারে? জেনে নিন বিশেষজ্ঞের মত__
অনেকেই “যোনি” শব্দটি পুরো গোপনাঙ্গ বোঝাতে ব্যবহার করলেও, আসল যোনি হচ্ছে একটি নরম, মাংসপেশিযুক্ত টিউব, যা বাহ্যিক যৌনাঙ্গ (ভুলভা) থেকে জরায়ুর মুখ (সারভিক্স) পর্যন্ত বিস্তৃত। চলুন জেনে নেই বয়সেভেেদ স্বাভাবিক যোনির দৈর্ঘ্য
শিশু বয়সে মেয়েদের যোনির দৈর্ঘ্য সাধারণত ৫.৫–৮ সেন্টিমিটার হেয় থাকে। প্রাপ্তবয়স্কদের যোনির আকার প্রায় ৬.৫–১২.৫ সেন্টিমিটার পর্যন্ত হয়। বয়স, হরমোন, যৌন উত্তেজনা, এমনকি মাসিকচক্রের বিভিন্ন সময়েও এই দৈর্ঘ্য বদলায়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাসিক চলাকালে সারভিক্স নিচে নেমে আসায় যোনি কিছুটা ছোট হয়।আবার ডিম্বস্ফোটনের সময় এটি উপরের দিকে উঠে যায়। গর্ভাবস্থায় যোনি আরও দীর্ঘ হয়, আর মেনোপজের পর ছোট হতে পারে।
তাহলে কি যোনির দৈর্ঘ্য কম হলে কোন সমস্যা হয়?
বিশেষজ্ঞদের মতে, যোনি ছোট বা বড় এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এটি খুবই নমনীয়, প্রসারিত হওয়ার পর আবার আগের অবস্থায় ফিরে আসে। তবে যদি নিয়মিত ব্যথা হয়, টেম্পন বা মেনস্ট্রুয়াল কাপ ঢোকাতে সমস্যা হয়, বা জরায়ু নেমে এসেছে বলে মনে হয়,তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
যোনির দৈর্ঘ্য কিভাবে মাপবেন?
নিজেই ঘরে বসেই নিজের যোনির দৈর্ঘ্য সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারেন।
প্রথমত হাত ভালোভাবে ধুয়ে নিন তারপর বসে বা একটি পা উঁচু করে আঙুল যোনিতে ঢোকান অতপর ভেতরে শক্ত, মসৃণ একটি অংশ (সারভিক্স) খুঁজুন। যদি আঙুল পুরো ঢোকানোর আগেই সারভিক্স পাওয়া যায়, তাহলে যোনি তুলনামূলকভাবে ছোট হতে পারে
বিশেষ করে মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করার সময় এ তথ্য জানা উপকারে আসতে পারে, কারণ কাপের সাইজ যোনির দৈর্ঘ্যের উপর নির্ভর করে।
যোনির দৈর্ঘ্য শরীরের স্বাভাবিক বৈচিত্র্যের একটি অংশ। কারও যোনি একটু ছোট, কারও একটু বড় এনিয়ে চিন্তার কিছু নেই। তবে যদি কোনো অস্বস্তি বা ব্যথা হয়, বিশেষ করে যৌনমিলন বা পিরিয়ড প্রডাক্ট ব্যবহারের সময়, তবে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। সূত্র: হেলথলাইন, দ্য কনভারসেশন, বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত





































