ক্ষমা চেয়ে ক্যাম্পাস ত্যাগ
আন্দোলনরত ববি শিক্ষার্থীদের গায়ে নৌবাহিনীর হাত
- সর্বশেষ আপডেট ০৭:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / 163
অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে বাংলাদেশ নৌবাহিনীর তিনটি গাড়ি আটকা পড়লে নৌবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর হাত তোলার অভিযোগ ওঠে।
উত্তেজনার মধ্যে এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন নৌবাহিনীর বাসকে লক্ষ্য করে জুতা এবং ঢিল নিক্ষেপ করে। ফলস্বরূপ নৌবাহিনীর একটি বাসের জানালার কাঁচ ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক অবরোধের কারণে নৌবাহিনীর তিনটি গাড়ি আটকা পড়লে তারা ভুল পাশ দিয়ে এগোবার চেষ্টা করলে আন্দোলনরত শিক্ষার্থীরা বাধা দেয়। পরবর্তীতে বাকবিতণ্ডায় জড়ান আন্দোলনরত শিক্ষার্থী ও নৌবাহিনীর সদস্যরা। এক পর্যায়ে নৌবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের উপর হাত তোলা হয়। এছাড়া এক শিক্ষার্থীর বুকে বন্দুক তাক করার অভিযোগও উঠে। পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীরা নৌবাহিনীর তিনটি গাড়ি আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে।
নৌবাহিনীর হামলার স্বীকার ববি শিক্ষার্থী মোশারফ বলেন, “আমরা জনদূর্ভোগ চাই না, তবে আজকের আমাদের শান্তিপূর্ণ আন্দোলন যারা অশান্ত করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থামাব না।”
তবে বিষয়টি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপস্থিতিতে নৌবাহিনীর পক্ষ থেকে ভুল স্বীকার করা হয়। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলে সাংবাদিকদের জানানো হয়। শাস্তি নিশ্চিত হওয়ার শর্তে শিক্ষার্থীরা পরবর্তীতে নৌবাহিনীর আটককৃত বাস ছেড়ে দেয়।
































