আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে
- সর্বশেষ আপডেট ০৮:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 38
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রথমবারের মতো আউন্সপ্রতি স্বর্ণের দাম ৪ হাজার ৬০০ ডলারের সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে রুপার দামও সর্বকালের সর্বোচ্চ স্তরে উঠেছে।
বিশ্বজুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ঘিরে তদন্ত শুরুর খবরে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এর ফলে স্বর্ণ ও রুপার দামে দ্রুত ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
সোমবার (১২ জানুয়ারী)স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৮৪ ডলারের বেশি হয়। দিনের শুরুতে এক পর্যায়ে দাম উঠে যায় ৪ হাজার ৬০০ ডলারেরও ওপরে। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সেও দাম বেড়ে প্রতি আউন্স প্রায় ৪ হাজার ৫৯৫ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের আর্থিক নীতিকে ঘিরে অনিশ্চয়তা বাড়ায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
একই দিনে স্পট মার্কেটে রুপার দাম ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি আউন্স ৮৪ ডলারের কাছাকাছি পৌঁছায়। পাশাপাশি প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।




































