আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম জিয়ার মৃত্যুর খবর
- সর্বশেষ আপডেট ১২:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 72
সাবেক তিনদিনের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে বেশ গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, আল-জাজিরা, দ্য গার্ডিয়ান, এনডিটিভি, বিবিসিসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। বেশিরভাগ প্রতিবেদনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকে সম্মান জানিয়ে সংবাদ লেখা হয়েছে।
রয়টার্স
বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম- ‘৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া’। খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ মঙ্গলবার তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই খবর জানিয়েছে।
আল জাজিরা
আল জাজিজার সংবাদের শিরোনাম- ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন’ খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার দল ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
বিবিসি
বিবিসির সংবাদের শিরোনাম- ‘৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া’। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর ৮০ বছর বয়সে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন।
এনডিটিভি
ভারতীয় সংবাদমাধ্যম এনটিডিটিভির শিরোনাম- ‘৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়া’। খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বয়স হয়েছিল ৮০ বছর।
































