ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দেবে তিন রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 24

সংগৃহীত ছবি

তিন রোহিঙ্গা রোহিঙ্গাদের গণহত্যা মামলার শুনানিতে সাক্ষ্য দিতে যাচ্ছেন জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে)। সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকার কানাডিয়ান হাইকমিশন জানায়, সাক্ষ্য দিতে যাওয়া তিন রোহিঙ্গার সঙ্গে হাইকমিশনার আলোচনা করেছেন। এতে মিয়ানমারে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি নিপীড়ন ও সহিংসতার পরিস্থিতি, অধিকার ও ন্যায়বিচারের জন্য তাদের চলমান সংগ্রাম এবং আন্তর্জাতিক জবাবদিহির গুরুত্ব তুলে ধরা হয়।

রোহিঙ্গা প্রতিনিধিরা আইসিজে নিজেদের কথা শোনার সুযোগ দেওয়া ও সমর্থন প্রদানের জন্য কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাইকমিশনার সাক্ষ্য দেওয়ার সাহসের প্রশংসা করেন এবং মানবাধিকার, জবাবদিহি ও আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মামলার শুনানি হেগে সোমবার শুরু হয়েছে এবং চলবে আগামী তিন সপ্তাহ ধরে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দেবে তিন রোহিঙ্গা

সর্বশেষ আপডেট ০৫:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

তিন রোহিঙ্গা রোহিঙ্গাদের গণহত্যা মামলার শুনানিতে সাক্ষ্য দিতে যাচ্ছেন জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে)। সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকার কানাডিয়ান হাইকমিশন জানায়, সাক্ষ্য দিতে যাওয়া তিন রোহিঙ্গার সঙ্গে হাইকমিশনার আলোচনা করেছেন। এতে মিয়ানমারে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি নিপীড়ন ও সহিংসতার পরিস্থিতি, অধিকার ও ন্যায়বিচারের জন্য তাদের চলমান সংগ্রাম এবং আন্তর্জাতিক জবাবদিহির গুরুত্ব তুলে ধরা হয়।

রোহিঙ্গা প্রতিনিধিরা আইসিজে নিজেদের কথা শোনার সুযোগ দেওয়া ও সমর্থন প্রদানের জন্য কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাইকমিশনার সাক্ষ্য দেওয়ার সাহসের প্রশংসা করেন এবং মানবাধিকার, জবাবদিহি ও আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মামলার শুনানি হেগে সোমবার শুরু হয়েছে এবং চলবে আগামী তিন সপ্তাহ ধরে।