আনসার সদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন জামায়াত নেতা
- সর্বশেষ আপডেট ০৯:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 231
রাজশাহীর বাঘা উপজেলার বাউশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এবং স্থানীয় মসজিদের ইমাম মো. শামসুল ইসলামের বিরুদ্ধে নারীঘটিত অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি স্থানীয় আনসার সদস্য মো. রুবেল হোসেনের স্ত্রী লামিয়া আশরাফীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে তাকে নিয়ে এলাকা ছেড়ে যান।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, শামসুল ইসলাম উত্তর সোনাদহ জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। সেই সুবাদে বিভিন্ন পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। অভিযোগ রয়েছে, এই সুযোগকে তিনি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন এবং একাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছিলেন।
ভুক্তভোগী আনসার সদস্য রুবেল হোসেন বলেন, “শামসুল ইসলামের কারণে আমার সংসার ভেঙে গেছে। ধর্মীয় নেতার পরিচয়ে তিনি আমাদের পরিবারের সঙ্গে মিশতেন। আমি এর ন্যায্য বিচার চাই।”
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ বলেন, “এটি শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো সমাজের জন্য লজ্জাজনক। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই শামসুল ইসলাম গোপনে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। একপর্যায়ে লামিয়া আশরাফীকে নিয়ে পালিয়ে যান। পরে লামিয়া তার স্বামী রুবেল হোসেনকে তালাক দিয়ে শামসুল ইসলামের সঙ্গে বিয়ে করেন।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস জানান, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ করেছে। তদন্ত প্রক্রিয়া চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা মনে করছেন, এই ঘটনা শুধু পারিবারিক সংকট নয়, বরং সমাজে নৈতিকতা ও ধর্মীয় নেতৃত্বের দায়বদ্ধতার প্রশ্নও উত্থাপন করেছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
































