আনন্দ হলের গোপন দরজা: তরুণ-তরুণীরা কোথায় যান?
- সর্বশেষ আপডেট ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 144
ঢাকার ফার্মগেটের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরনো সিনেমা হল ‘আনন্দ’। বহু বছর ধরে টিকে থাকা এই প্রেক্ষাগৃহ এখন নানা কারণে আলোচনায়। এক সময় যেখানে দর্শকের ভিড়ে পা ফেলার জায়গা পাওয়া যেত না, এখন সেখানে অল্প কিছু দর্শক আসেন কেবল বিশেষ উপলক্ষে—যেমন ঈদে মুক্তি পাওয়া কোনো জনপ্রিয় নায়কের ছবি দেখতে।
সম্প্রতি এই আনন্দ হলকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে একটি ‘গোপন ছোট দরজা’ ঘিরে। প্রেক্ষাগৃহের প্রবেশপথে মূল গেট ছাড়িয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই দেখা যায় একটি অস্বাভাবিকভাবে ছোট একটি দরজা। এই দরজা দিয়ে মাথা নিচু করে ঢুকতে হয়। আশ্চর্যের বিষয় হলো, এই দরজায় কোনো নামফলক নেই, নেই কোনো নির্দেশনাও। তবুও বেশ কিছু তরুণ-তরুণীকে এই দরজা দিয়ে ঢুকতে দেখা গেছে।
প্রেক্ষাগৃহের ম্যানেজার, গেটকিপার—কেউই এই দরজা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। এমনকি কর্মচারীরাও বিষয়টি এড়িয়ে যান। তবে একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই দরজা দিয়ে কিছু দর্শক সিনেমা দেখার জন্যই প্রবেশ করেন।
প্রশ্ন হচ্ছে—আনন্দ হলে অন্য প্রবেশপথ থাকা সত্ত্বেও কেন এই অদ্ভুত ও গোপন দরজা ব্যবহার করা হয়?
খোঁজ নিয়ে জানা গেছে, আগে এই দরজা ব্যবহার করে পাশের ‘ছন্দা’ সিনেমা হলে যাওয়া যেত। তবে এখন ছন্দা সিনেমার কার্যক্রম বন্ধ। তাহলে কি ভেতরে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হয় এই প্রবেশপথ?
যেহেতু হলের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি, তাই রহস্য থেকেই যাচ্ছে ‘আনন্দ হলের গোপন দরজা’ নিয়ে।
সাম্প্রতিক ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার কল্যাণে কিছু দর্শক দেখা গেলেও সারা বছরজুড়েই এই হল প্রায় ফাঁকা পড়ে থাকে। এমন অবস্থায় এই ধরনের গোপন প্রবেশপথ নিয়ে নানা প্রশ্ন ও কৌতূহল যেন আরও জোরদার হচ্ছে।































