‘আনজুমানে আল ইসলাহ’ পর্তুগাল কেন্দ্রীয় কমিটির অভিষেক
- সর্বশেষ আপডেট ১২:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 21
আনজুমানে আল ইসলাহ পর্তুগাল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সওয়াব মাহফিল ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বাদ আছর পর্তুগালের রাজধানী লিসবনের মার্তিম মনিজে অবস্থিত নওয়াবজি কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি হযরত আল্লামা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
তিনি তাঁর দীর্ঘ বক্তব্যে হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ (রহ.)-এর দ্বীনি খেদমতের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সংগঠনের নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে প্রবাস জীবনে দ্বীনের খেদমতের পাশাপাশি সুশৃঙ্খলভাবে ও আন্তরিকতার সাথে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিগত ২০২৪ সালের ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের কারণে জাতির সামনে হক ও বাতিলের প্রকৃত পরিচয় সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, যা আমাদের জন্য একটি সাময়িক বিজয়ের বার্তা বহন করে।
অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল কাওছার আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও হযরত শাহজালাল দারুসসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম।
সংগঠনটির ইউকে সেন্ট্রাল কমিটির সেক্রেটারী জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান আহমদ চৌধুরী ফুলতলীর অনুমতিক্রমে শপথবাক্য পাঠ করান কমিটির কাউন্সিল মেম্বার ও গ্রেটার লন্ডন ডিভিশন শাখার ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ।
এতে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল আহমদ, সহ-সভাপতি কামরুল ইসলাম এবং জয়েন্ট সেক্রেটারী মোঃ বদরুল আমিন।
সাংগঠনিক সম্পাদক হাফিজ জয়নুল আবেদীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত মাহফিলে শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন সংগঠনের নবনির্বাচিত সদস্য মোঃ আব্দুর রহমান। নাতে রাসূল (সা.) পরিবেশন করেন অর্থ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ এবং হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ (রহ.)-এর শানে মর্সিয়া পরিবেশন করেন নবনির্বাচিত প্রচার সম্পাদক ছালেহ আহমদ। এছাড়াও উপদেষ্টাগনদের মধ্যে বক্তব্য রাখেন জনাব সাইফুর রহমান সুমন, মাওলানা কামরুল ইসলাম, কনর মিয়া ও হারুনুর রশীদ সাহেব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাফিজ ইকবাল আহমদ, হাফিজ আব্দুর রহিম, মোঃ হাবিবুর রহমান ও মোঃ আজিম উদ্দিন।
কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মনসুরুল আলম, অফিস সম্পাদক ছফিউজ্জামান সাবিল শাফি, সহ-অফিস সম্পাদক আহবাব হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ হিফজুর রহমান, মোঃ নজমুল ইসলাম, সেবুল মিয়া, কামরুল ইসলাম, ইমরান আহমদ, বদরুল ইসলাম, এমাদ উদ্দিন প্রমুখ।





































