ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আদালত চত্বরে প্রকাশ্য গুলিতে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সর্বশেষ আপডেট ০৩:০২:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 54

আদালত চত্বরে প্রকাশ্য গুলিতে দুইজনের মৃত্যু

খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গুলিবর্ষণ ও কুপিয়ে হামলার ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এবং আরেকজনের খোঁজ মিলছে না। রোববার দুপুর পৌঁনে ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিহত ফজলে রাব্বি রাজন রূপসা উপজেলার রাগমারা গ্রামের এজাজের ছেলে। নিখোঁজ হাসিব নগরীর নতুন বাজার এলাকার মান্নাফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আদালতে হাজিরা শেষে রাজন ও হাসিব প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে ওঠার মুহূর্তে ৪–৫টি মোটরসাইকেলে এসে ৬–৭ জন দুর্বৃত্ত তাদের দিকে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। এরপর হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে দ্রুত এলাকা ছাড়ে। ঘটনাস্থলেই রাজন মারা যান, আর গুরুতর আহত হাসিবকে কোথাও পাওয়া যাচ্ছে না।

রাজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে হাসিবের অবস্থান এখনো অজানা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়ে থাকতে পারে। তার ধারণা, পরিবারের লোকজন দ্রুত লাশ সরিয়ে ফেলতে পারে, কারণ এখন পর্যন্ত কোনো উদ্ধার পাওয়া যায়নি।

হাসিবের সন্ধানে পুলিশের অভিযান চলছে। শহরের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গ্রেনেড বাবু’র সহযোগীদের সঙ্গে এই হামলার যোগ থাকতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আদালত চত্বরে প্রকাশ্য গুলিতে দুইজনের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৩:০২:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গুলিবর্ষণ ও কুপিয়ে হামলার ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এবং আরেকজনের খোঁজ মিলছে না। রোববার দুপুর পৌঁনে ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিহত ফজলে রাব্বি রাজন রূপসা উপজেলার রাগমারা গ্রামের এজাজের ছেলে। নিখোঁজ হাসিব নগরীর নতুন বাজার এলাকার মান্নাফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আদালতে হাজিরা শেষে রাজন ও হাসিব প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে ওঠার মুহূর্তে ৪–৫টি মোটরসাইকেলে এসে ৬–৭ জন দুর্বৃত্ত তাদের দিকে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। এরপর হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে দ্রুত এলাকা ছাড়ে। ঘটনাস্থলেই রাজন মারা যান, আর গুরুতর আহত হাসিবকে কোথাও পাওয়া যাচ্ছে না।

রাজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে হাসিবের অবস্থান এখনো অজানা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়ে থাকতে পারে। তার ধারণা, পরিবারের লোকজন দ্রুত লাশ সরিয়ে ফেলতে পারে, কারণ এখন পর্যন্ত কোনো উদ্ধার পাওয়া যায়নি।

হাসিবের সন্ধানে পুলিশের অভিযান চলছে। শহরের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গ্রেনেড বাবু’র সহযোগীদের সঙ্গে এই হামলার যোগ থাকতে পারে।