আদানির চুক্তিতে অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেলে চুক্তি বাতিল
- সর্বশেষ আপডেট ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 71
ভারতের এনার্জি কোম্পানি আদানির সঙ্গে করা চুক্তিতে যদি কোনও অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলে, তাহলে সরকার তা বাতিল করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘চুক্তিতে স্পষ্ট উল্লেখ থাকে যে কোনও দুর্নীতি হয়নি। কিন্তু যদি প্রমাণিত হয়, তাহলে বাতিল করা সম্ভব। মুখের কথা আদালত মানবে না, যথাযথ কারণ থাকতে হবে।’
অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘২০১১ থেকে ২০২৪ সালে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে চার গুণ, কিন্তু অর্থ পরিশোধ বেড়েছে ১১ গুণের বেশি- ৬৩৮ মিলিয়ন ডলার থেকে ৭.৮ বিলিয়ন ডলার।’
কমিটির সদস্য অধ্যাপক মোশতাক হোসেন খান বলেন, ‘এসব চুক্তি সার্বভৌম চুক্তি হওয়ায় ইচ্ছেমতো বাতিল করা যায় না।’ বাতিল করলে আন্তর্জাতিক আদালত থেকে বড় অঙ্কের জরিমানা আসতে পারে বলে জানান তিনি।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
































