ক্ষতিকর রাসায়নিকে তৈরি
আতঙ্কের নাম স্টার আইসক্রিম
- সর্বশেষ আপডেট ১০:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 249
সাতক্ষীরা জেলার কলারোয়ার ফুলতলা বাজারে বিএসটিআই অনুমোদনবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আইসক্রিম ও কৃত্রিম ফ্লেভারের পানীয় তৈরি হচ্ছিল। এই ধরনের একটি কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার (২২ জুন) বিকেল ৩টা ২০ মিনিট থেকে ৪টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু। সহায়তায় ছিলেন ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, বিএসটিআই খুলনার কর্মকর্তা মো. আব্দুল মান্নান এবং পুলিশ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কলারোয়ার উত্তর ভাদিয়ালী এলাকায় ‘স্টার আইসক্রিম ফ্যাক্টরি’ নামের একটি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আইসক্রিম ও কৃত্রিম পানীয় তৈরি ও বাজারজাত করছিল। টাস্কফোর্স দল সেখানে অভিযান চালিয়ে এসব প্রমাণ পায়।
বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী কারখানার মালিক মো. কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণের স্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


































