ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আটাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, প্রশাসক নিয়োগ

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 119

আটাব

ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ’ (আটাব)-এর বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনের অভ্যন্তরে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের একাধিক অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৫ সালের ৪ আগস্ট, সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে গঠিত হয়েছে। এছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ‘আটাব অনলাইন’ নামক একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিপুল পরিমাণ শেয়ারহোল্ডারদের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

আদেশে আরও বলা হয়, সংগঠনের সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে ইতোমধ্যে অনিয়মের অভিযোগে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। ‘আটাব সংস্কার পরিষদ’ নামে একটি পক্ষ প্রশাসক নিয়োগের দাবিতে আবেদন জানায়।

উল্লেখিত অভিযোগ ও অনিয়মের পরিপ্রেক্ষিতে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারার অধীনে আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে তিনি আগামী ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। এরপর নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবেন।

এই আদেশের অনুলিপি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, ঢাকা জেলা প্রশাসক, এফবিসিসিআই এবং আটাবের বর্তমান দপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আটাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, প্রশাসক নিয়োগ

সর্বশেষ আপডেট ১২:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ’ (আটাব)-এর বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনের অভ্যন্তরে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের একাধিক অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৫ সালের ৪ আগস্ট, সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে গঠিত হয়েছে। এছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ‘আটাব অনলাইন’ নামক একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিপুল পরিমাণ শেয়ারহোল্ডারদের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

আদেশে আরও বলা হয়, সংগঠনের সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে ইতোমধ্যে অনিয়মের অভিযোগে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। ‘আটাব সংস্কার পরিষদ’ নামে একটি পক্ষ প্রশাসক নিয়োগের দাবিতে আবেদন জানায়।

উল্লেখিত অভিযোগ ও অনিয়মের পরিপ্রেক্ষিতে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারার অধীনে আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে তিনি আগামী ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। এরপর নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবেন।

এই আদেশের অনুলিপি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, ঢাকা জেলা প্রশাসক, এফবিসিসিআই এবং আটাবের বর্তমান দপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।