ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

আটক অধিকারকর্মীরা অনশনে

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 52

ফাইল ছবি

সমুদ্রে জাহাজ ভাসিয়ে গাজায় গিয়ে যুদ্ধপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন পূরণ হলো না গ্রেটা থুনবার্গসহ বিশ্বের ৪০ দেশের কয়কশ বিশিষ্টজনের। বিশ্বের কোটি মানুষের দৃষ্টি নিবদ্ধ থাকা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরের শেষ জাহাজটিও জব্দ করেছে ইসরায়েল। সব মিলিয়ে জাহাজগুলো থেকে ৪৪৩ আরোহীকে আটক করা হয়েছে। তাদের কেউ মানবাধিকার কর্মী, কেউ আইনজীবী, কেউবা সংসদ সদস্য। আটকের পর তাদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের কারা হেফাজতে রাখা হয়েছে। ফ্লোটিলার আটক আরোহীরা ইসরায়েলের দেওয়া কোনো খাবার ও পানি গ্রহণ করছেন না; তারা অনশন শুরু করেছেন। খবর আলজাজিরা।

শুক্রবার শেষ জাহাজটিও ইসরায়েল তাদের অবৈধ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সেই সঙ্গে আটক করা হয় অধিকারকর্মীদের।

আলজাজিরা জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ পোল্যান্ডের পতাকাবাহী মেরিনেট ইসরায়েলের নৌবাহিনী তাদের নিয়ন্ত্রণে নেয়। ওই জাহাজ থেকে অধিকারকর্মীদের কেউ কেউ পুরো ঘটনাটির সরাসরি সম্প্রচার করছিলেন। ইসরায়েলের নৌ সদস্যদের জাহাজে আরোহণের দৃশ্য এতে ধরা পড়ে। গাজা উপকূল থেকে ৪২ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরত্বে এটি জব্দ করা হয়।

ফ্লোটিলার আয়োজকরা বলছেন, আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটি জব্দ করেছে ইসরায়েল, যা এ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

জাহাজ বহর জব্দ হওয়া নিয়ে সামাজিক মাধ্যম এক্স পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লিখেছে, ইসরায়েল ৩৮ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে তাদের ৪২টি জাহাজ জব্দ করে। প্রতিটিতে গাজার দুর্গত মানুষের মানবিক সহায়তা ও সেচ্ছাসেবী ছিলেন। তারা গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতে চেয়েছিলেন।

বিবিসি লিখেছে, ফ্লোটিলার জাহাজগুলোতে অন্তত ৪৯৭ জন মানবাধিকারকর্মী, আইনজীবী, সংসদ সদস্য ছিলেন। আনুমানিক ৪৪৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নৌ অবরোধ ভাঙার অভিযোগ আনা হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আটক সবাই সুস্থ ও নিরাপদ আছেন। তাদের ইসরায়েলে নেওয়া হয়েছে। সেখান থেকে ইউরোপে ফেরত পাঠানো হবে।

প্রতিবাদে অনশন: গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ বহরের আটকরা অনশন শুরু করেছেন। ইন্টারনেশনাল কমিটি টু ব্রেক ‍সিজ অব গাজা এক বিবৃতিতে জানায়, আটক হওয়ার পর থেকেই ইসরায়েলের দেওয়া কোনো খাবার গ্রহণ না করে তারা অনশন-ধর্মঘট শুরু করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাচ্ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

আটক অধিকারকর্মীরা অনশনে

সর্বশেষ আপডেট ১১:৫২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

সমুদ্রে জাহাজ ভাসিয়ে গাজায় গিয়ে যুদ্ধপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন পূরণ হলো না গ্রেটা থুনবার্গসহ বিশ্বের ৪০ দেশের কয়কশ বিশিষ্টজনের। বিশ্বের কোটি মানুষের দৃষ্টি নিবদ্ধ থাকা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরের শেষ জাহাজটিও জব্দ করেছে ইসরায়েল। সব মিলিয়ে জাহাজগুলো থেকে ৪৪৩ আরোহীকে আটক করা হয়েছে। তাদের কেউ মানবাধিকার কর্মী, কেউ আইনজীবী, কেউবা সংসদ সদস্য। আটকের পর তাদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের কারা হেফাজতে রাখা হয়েছে। ফ্লোটিলার আটক আরোহীরা ইসরায়েলের দেওয়া কোনো খাবার ও পানি গ্রহণ করছেন না; তারা অনশন শুরু করেছেন। খবর আলজাজিরা।

শুক্রবার শেষ জাহাজটিও ইসরায়েল তাদের অবৈধ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সেই সঙ্গে আটক করা হয় অধিকারকর্মীদের।

আলজাজিরা জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ পোল্যান্ডের পতাকাবাহী মেরিনেট ইসরায়েলের নৌবাহিনী তাদের নিয়ন্ত্রণে নেয়। ওই জাহাজ থেকে অধিকারকর্মীদের কেউ কেউ পুরো ঘটনাটির সরাসরি সম্প্রচার করছিলেন। ইসরায়েলের নৌ সদস্যদের জাহাজে আরোহণের দৃশ্য এতে ধরা পড়ে। গাজা উপকূল থেকে ৪২ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরত্বে এটি জব্দ করা হয়।

ফ্লোটিলার আয়োজকরা বলছেন, আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটি জব্দ করেছে ইসরায়েল, যা এ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

জাহাজ বহর জব্দ হওয়া নিয়ে সামাজিক মাধ্যম এক্স পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লিখেছে, ইসরায়েল ৩৮ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে তাদের ৪২টি জাহাজ জব্দ করে। প্রতিটিতে গাজার দুর্গত মানুষের মানবিক সহায়তা ও সেচ্ছাসেবী ছিলেন। তারা গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতে চেয়েছিলেন।

বিবিসি লিখেছে, ফ্লোটিলার জাহাজগুলোতে অন্তত ৪৯৭ জন মানবাধিকারকর্মী, আইনজীবী, সংসদ সদস্য ছিলেন। আনুমানিক ৪৪৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নৌ অবরোধ ভাঙার অভিযোগ আনা হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আটক সবাই সুস্থ ও নিরাপদ আছেন। তাদের ইসরায়েলে নেওয়া হয়েছে। সেখান থেকে ইউরোপে ফেরত পাঠানো হবে।

প্রতিবাদে অনশন: গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ বহরের আটকরা অনশন শুরু করেছেন। ইন্টারনেশনাল কমিটি টু ব্রেক ‍সিজ অব গাজা এক বিবৃতিতে জানায়, আটক হওয়ার পর থেকেই ইসরায়েলের দেওয়া কোনো খাবার গ্রহণ না করে তারা অনশন-ধর্মঘট শুরু করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাচ্ছিলেন।