আজ রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার সমাধান হতে পারে: আলী রীয়াজ
- সর্বশেষ আপডেট ০৩:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / 237
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও নির্বাহী ক্ষমতার পরিসর নির্ধারণে আজই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
বৃহস্পতিবার (১৯ জুন) দ্বিতীয় পর্বের আলোচনার সূচনায় তিনি বলেন, “আমাদের সময় খুবই সীমিত। জুলাই মাসের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে হবে। সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমেই তা সম্ভব। আজ যদি কিছু বিষয়ে সমঝোতা না হয়, তাহলে তা নিয়ে আগামী সপ্তাহে আবারও আলোচনা হবে।”
আজকের বৈঠকে মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, এবং নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ। এখনো যেসব বিষয়ে ঐক্যমত গড়ে ওঠেনি, সেগুলোর আলোচনার মধ্য দিয়েই আজকের বৈঠক শুরু হয়।
আলোচনায় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতে ইসলামীর পাশাপাশি প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং জামায়াতের প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা সংলাপের মাধ্যমে একটি গঠনমূলক ফলাফল আশা করছি। সবার সহযোগিতা ও সদিচ্ছা থাকলে রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো ও নির্বাচন ব্যবস্থা নিয়ে একমত হওয়া সম্ভব।”
































