আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু
- সর্বশেষ আপডেট ১০:২১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 31
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দেশের ২৯৮টি আসনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছেন। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সময় মোট ২ হাজার ৫৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়। ফলে বৈধ প্রার্থী হিসেবে টিকে থাকেন ১ হাজার ৮৫৮ জন।
এরপর, আপিল পর্যায়ে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন ৬৩৯ জন। আপিল শুনানি শেষে ৪৩১ জনের প্রার্থিতা পুনর্বহাল হয়। সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত ৩০৫ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেন। এতে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৭ জন।
এই প্রার্থীদের মধ্যেই বুধবার প্রতীক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করছেন রিটার্নিং কর্মকর্তারা। তবে আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে প্রার্থী চূড়ান্ত হতে আরও সময় লাগবে। ওই দুই আসনের বিষয়টি নিষ্পত্তি হলে মোট ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসির রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে পৃথক ব্যালটে। এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
































