ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ থেকে চালু হলো গুগল পে, জানুন থাকছে যেসব সুবিধা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 166

আজ থেকে চালু হলো গুগল পে, জানুন থাকছে যেসব সুবিধা

বাংলাদেশে দীর্ঘ প্রতীক্ষার পর আজ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা—গুগল ওয়ালেট বা ‘গুগল পে’। সিটি ব্যাংক গুগলের সঙ্গে অংশীদারিত্ব করে এই সেবা চালু করেছে, যেখানে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসাও সহযোগী হিসেবে রয়েছে।

গত মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গুগল পে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, “এই অংশীদারিত্ব বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনে আমাদের অঙ্গীকারের প্রমাণ। গুগল পে’র মাধ্যমে আমরা গ্রাহকদের আধুনিক, নিরাপদ ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আর্থিক সেবা দিতে পারছি।”

গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে সহজ, দ্রুত এবং নিরাপদভাবে লেনদেন করতে পারবেন। কার্ড বহন করার কোনো প্রয়োজন নেই; ফোন ট্যাপ করেই দেশে ও বিদেশে যে কোনো পয়েন্ট-অফ-সেল (পিওএস) টার্মিনালে অর্থ প্রদান সম্ভব হবে। গুগল পে ব্যবহারে কোনো ফি লাগবে না, ফলে ব্যবহারকারীরা সম্পূর্ণ ফ্রি-তে সেবা নিতে পারবেন।

প্রাথমিকভাবে এই সুবিধা সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীদের জন্য চালু হয়েছে। ব্যবহারকারীদের একটি অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে তাদের কার্ডের তথ্য সংযুক্ত করতে হবে। একবার কার্ড যুক্ত হলে, স্মার্টফোন ট্যাপ করেই দোকান, শপিংমল বা রেস্তোরাঁয় পেমেন্ট করা যাবে।

গুগল পে সেবায় ‘টোকেনাইজেশন’ প্রযুক্তি ব্যবহার করা হয়, যা মূল কার্ডের তথ্যের পরিবর্তে একটি ইউনিক টোকেন দিয়ে লেনদেন করে। ফলে গ্রাহকের প্রকৃত তথ্য কারো সঙ্গে শেয়ার হয় না, যা নিরাপত্তা বাড়ায়।

বিশ্বমানের এই ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন যুগ শুরু হলো। আর্থিক খাতে এই উদ্ভাবন দেশের বৃহত্তর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আজ থেকে চালু হলো গুগল পে, জানুন থাকছে যেসব সুবিধা

সর্বশেষ আপডেট ০৫:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বাংলাদেশে দীর্ঘ প্রতীক্ষার পর আজ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা—গুগল ওয়ালেট বা ‘গুগল পে’। সিটি ব্যাংক গুগলের সঙ্গে অংশীদারিত্ব করে এই সেবা চালু করেছে, যেখানে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসাও সহযোগী হিসেবে রয়েছে।

গত মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গুগল পে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, “এই অংশীদারিত্ব বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনে আমাদের অঙ্গীকারের প্রমাণ। গুগল পে’র মাধ্যমে আমরা গ্রাহকদের আধুনিক, নিরাপদ ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আর্থিক সেবা দিতে পারছি।”

গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে সহজ, দ্রুত এবং নিরাপদভাবে লেনদেন করতে পারবেন। কার্ড বহন করার কোনো প্রয়োজন নেই; ফোন ট্যাপ করেই দেশে ও বিদেশে যে কোনো পয়েন্ট-অফ-সেল (পিওএস) টার্মিনালে অর্থ প্রদান সম্ভব হবে। গুগল পে ব্যবহারে কোনো ফি লাগবে না, ফলে ব্যবহারকারীরা সম্পূর্ণ ফ্রি-তে সেবা নিতে পারবেন।

প্রাথমিকভাবে এই সুবিধা সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীদের জন্য চালু হয়েছে। ব্যবহারকারীদের একটি অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে তাদের কার্ডের তথ্য সংযুক্ত করতে হবে। একবার কার্ড যুক্ত হলে, স্মার্টফোন ট্যাপ করেই দোকান, শপিংমল বা রেস্তোরাঁয় পেমেন্ট করা যাবে।

গুগল পে সেবায় ‘টোকেনাইজেশন’ প্রযুক্তি ব্যবহার করা হয়, যা মূল কার্ডের তথ্যের পরিবর্তে একটি ইউনিক টোকেন দিয়ে লেনদেন করে। ফলে গ্রাহকের প্রকৃত তথ্য কারো সঙ্গে শেয়ার হয় না, যা নিরাপত্তা বাড়ায়।

বিশ্বমানের এই ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন যুগ শুরু হলো। আর্থিক খাতে এই উদ্ভাবন দেশের বৃহত্তর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।