আজ আসছে আইফোন ১৭ সিরিজ ও আরও চমক
- সর্বশেষ আপডেট ১২:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 123
অ্যাপলের বছরের সবচেয়ে আলোচিত হার্ডওয়্যার উদ্বোধনী আয়োজন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘অ ড্রপিং’ নামে পরিচিত এই ইভেন্টে দীর্ঘদিনের গুজব ও ফাঁস হওয়া তথ্যের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
আইফোন ১৭ উন্মোচন অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশি সময় রাত ১১টায়। আগের মতোই এবারের আয়োজনও হবে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে। ইভেন্টটি সরাসরি দেখা যাবে অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও অ্যাপল টিভি অ্যাপে।
কী কী ঘোষণা আসতে পারে
ইভেন্টের নাম থেকেই ধারণা করা হচ্ছে, অ্যাপল এবার তাদের পণ্যে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হবে আইফোন ১৭ সিরিজ। চারটি মডেল উন্মোচনের সম্ভাবনা রয়েছে:
- আইফোন ১৭ (বেস মডেল)
- আইফোন ১৭ প্রো
- আইফোন ১৭ প্রো ম্যাক্স
- আইফোন ১৭ এয়ার
গত বছরের আইফোন ১৬ প্লাসের জায়গা নিতে পারে নতুন আইফোন ১৭ এয়ার, যা এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে পাতলা আইফোন হতে পারে বলে শোনা যাচ্ছে।
শুধু আইফোন নয়, ইভেন্টে আসতে পারে আরও তিনটি স্মার্টওয়াচ:
- অ্যাপল ওয়াচ সিরিজ ১১
- অ্যাপল ওয়াচ আলট্রা ৩
- অ্যাপল ওয়াচ এসই ৩
এছাড়া নতুন এয়ারপডস প্রো (তৃতীয় প্রজন্ম) উন্মোচন করারও জোরালো সম্ভাবনা রয়েছে।
সফটওয়্যার আপডেট
ইভেন্টের শেষ দিকে ঘোষণা আসতে পারে নতুন সফটওয়্যার আপডেট নিয়ে। এর মধ্যে থাকবে আইওএস ২৬, আইপ্যাড ওএস ২৬ এবং অন্যান্য অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণের সময়সূচি।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ইভেন্ট অ্যাপলের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, বিশেষ করে আইফোন ১৭ এয়ার মডেল বাজারে আসার পর।
তথ্যসূত্র: অ্যাপল ও ৩৬০ গ্যাজেটস




































