ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আঙ্কারায় আরাঘচি, কী বার্তা দেবেন এরদোয়ান?

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 184

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্কের রাজধানী আঙ্কারায় গেছেন। শনিবার (২১ জুন) তার আঙ্কারায় পৌঁছানোর তথ্য নিশ্চিত হয়েছে আলজাজিরা।

সেখানে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠক অনুষ্ঠিত হবে। তাতে যোগ দিতেই তুরস্কে গেছেন আব্বাস। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্টস ক্লাবের তথ্য অনুযায়ী, ৪০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকের জন্য আব্বাস আরাঘচি আঙ্কারায় পৌঁছেছেন।

শুক্রবার জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আরাঘচির সাক্ষাতের পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দুবার ফোনে কথা বলেছেন বলে জানা গেছে। যা স্পষ্টতই সংঘাত কমানোর প্রচেষ্টার অংশ। তবে তিনি কী বার্তা দেবেন, সেটার ওপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার গতিপথ।

রিসেপ তাইয়েপ এরদোয়ান
রিসেপ তাইয়েপ এরদোয়ান

যদিও শুক্রবার ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেন। ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল জয়লাভ করছে। ইসরায়েল যেহেতু বর্তমানে জয়ের পথে রয়েছে, তাই তাদের এখন হামলা বন্ধ করতে বলা আমার জন্য সহজ নয়।

ট্রাম্প বলেন, যদি কেউ জয়ী হয়, তাহলে তাকে হামলা বন্ধ করতে বলা কঠিন হয়ে পড়ে। কিন্তু কেউ যদি পরাজিত হয়, তখন তাকে থামতে বলা সহজ হয়। তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি এবং ইরানের সঙ্গেও কথা বলছি। কী হয়, তা দেখা যাক।

এ সময় ট্রাম্প দাবি করেন, চলমান যুদ্ধে ইসরায়েল ইরানের চেয়ে ভালো করছে। তিনি বলেন, ইসরায়েল যখন জয়ের পথে থাকে, তখন তাদের থামানো কঠিন হয়ে পড়ে। ইসরায়েল খুব ভালো করছে যুদ্ধে, আর ইরান তুলনামূলকভাবে কম সফল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আঙ্কারায় আরাঘচি, কী বার্তা দেবেন এরদোয়ান?

সর্বশেষ আপডেট ১২:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্কের রাজধানী আঙ্কারায় গেছেন। শনিবার (২১ জুন) তার আঙ্কারায় পৌঁছানোর তথ্য নিশ্চিত হয়েছে আলজাজিরা।

সেখানে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠক অনুষ্ঠিত হবে। তাতে যোগ দিতেই তুরস্কে গেছেন আব্বাস। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্টস ক্লাবের তথ্য অনুযায়ী, ৪০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকের জন্য আব্বাস আরাঘচি আঙ্কারায় পৌঁছেছেন।

শুক্রবার জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আরাঘচির সাক্ষাতের পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দুবার ফোনে কথা বলেছেন বলে জানা গেছে। যা স্পষ্টতই সংঘাত কমানোর প্রচেষ্টার অংশ। তবে তিনি কী বার্তা দেবেন, সেটার ওপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার গতিপথ।

রিসেপ তাইয়েপ এরদোয়ান
রিসেপ তাইয়েপ এরদোয়ান

যদিও শুক্রবার ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেন। ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল জয়লাভ করছে। ইসরায়েল যেহেতু বর্তমানে জয়ের পথে রয়েছে, তাই তাদের এখন হামলা বন্ধ করতে বলা আমার জন্য সহজ নয়।

ট্রাম্প বলেন, যদি কেউ জয়ী হয়, তাহলে তাকে হামলা বন্ধ করতে বলা কঠিন হয়ে পড়ে। কিন্তু কেউ যদি পরাজিত হয়, তখন তাকে থামতে বলা সহজ হয়। তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি এবং ইরানের সঙ্গেও কথা বলছি। কী হয়, তা দেখা যাক।

এ সময় ট্রাম্প দাবি করেন, চলমান যুদ্ধে ইসরায়েল ইরানের চেয়ে ভালো করছে। তিনি বলেন, ইসরায়েল যখন জয়ের পথে থাকে, তখন তাদের থামানো কঠিন হয়ে পড়ে। ইসরায়েল খুব ভালো করছে যুদ্ধে, আর ইরান তুলনামূলকভাবে কম সফল।