আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সর্বশেষ আপডেট ০৬:৫৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 138
বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোক্তাদির হোসেন তরু, জেলা যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, উপজেলা সদস্য সচিব মো. রাজ্জাক ফকির, যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম হাওলাদার, সার্জেন্ট (অব.) কাজী সেলিম, মো. আবু সাইয়েদ, জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির, সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মিঠু সরদার, শ্রমিকদল নেতা বদিরুজ্জামান সন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাব্বির আহাম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দলীয় নেতা-কর্মীরা থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করেন।
































