তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে
আগৈলঝাড়ায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল
- সর্বশেষ আপডেট ০৯:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 750
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা শ্রমিকদল।
সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আল সজল আলাল, সাধারণ সম্পাদক শিকদার মো. লিটন, সাংগঠনিক সম্পাদক মিঠু সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, জেলা যুবদল সদস্য রিপন বেপারী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ বিশ্বাস, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক আল আমিন, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহ্বায়ক মিঠু মির, বাকাল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর পাইক, গৈলা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রিপন খাঁন, বিএনপি নেতা তারেক ফকির ও যুবদল নেতা লালন খাঁন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করে সরকার জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’ এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


































