আগুন নিয়ন্ত্রণে, শাহজালালে ফ্লাইট চলাচল শুরু
- সর্বশেষ আপডেট ০৯:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 110
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত ৯টার পর থেকে আবার ফ্লাইট চলাচল শুরু করেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রাত নয়টা ছয় মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন এভিয়েশন কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বুশরা ইসলাম জানান, তিনটা থেকে যেসব বিমান যেতে পারেনি সেগুলো নয়টার পর থেকে পর্যায়ক্রমে ঢাকা থেকে ছেড়ে যাবে। রাত নয়টায় ঢাকা-দাম্মাম ফ্লাইট, সোয়া নয়টায় ঢাকা-দুবাই ও ঢাকা-কুয়েত দুটি ফ্লাইট, রাত সাড়ে নয়টায় ঢাকা-মদীনা, সোয়া দশটায় ঢাকা-কলকাতা ফ্লাইট, ঢাকা-সারজা ফ্লাইট সাড়ে ১০টা, রাত ৯ টা ৫৫ মিনিটে ঢাকা-আবুধাবী, রাত ১১ টায় ঢাকা-কুয়ালালামপুর এবং রাত ১২টায় ঢাকা-জেদ্দা ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।






































