ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগস্টে বাংলাদেশে আসছে না ভারতীয় ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 245

আগস্টে বাংলাদেশে আসছে না ভারতীয় ক্রিকেট দল

আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের জাতীয় ক্রিকেট দলের। নির্ধারিত ছিল তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ। তবে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দ্বিপক্ষীয় সিরিজটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে। সম্ভাব্য নতুন সময় হিসেবে আলোচনায় রয়েছে নভেম্বর কিংবা আগামী বছর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিয়ে গতকাল পরিচালনা পর্ষদের সভায় আলোচনা করেছে। ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে বিকল্প সময়সূচি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগকে।

সিরিজটি ১৮ থেকে ৩১ আগস্টের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে হওয়ার কথা ছিল। তবে ধারণা করা হচ্ছে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “ভারতের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। তারা সিরিজ আয়োজনের বিষয়ে সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে।”

তিনি আরও বলেন, “আমরা এখনই বলতে পারি না সিরিজ আগস্ট বা সেপ্টেম্বরে হবেই। আমরা চেষ্টা করছি সুবিধাজনক সময় খুঁজে বের করতে। সময়মতো এ সিরিজ আয়োজন করা হবে।”

সফরটি স্থগিত হলেও উভয় বোর্ড সিরিজটি ভবিষ্যতে আয়োজনের ব্যাপারে আগ্রহী বলে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আগস্টে বাংলাদেশে আসছে না ভারতীয় ক্রিকেট দল

সর্বশেষ আপডেট ১১:৫০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের জাতীয় ক্রিকেট দলের। নির্ধারিত ছিল তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ। তবে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দ্বিপক্ষীয় সিরিজটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে। সম্ভাব্য নতুন সময় হিসেবে আলোচনায় রয়েছে নভেম্বর কিংবা আগামী বছর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিয়ে গতকাল পরিচালনা পর্ষদের সভায় আলোচনা করেছে। ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে বিকল্প সময়সূচি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগকে।

সিরিজটি ১৮ থেকে ৩১ আগস্টের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে হওয়ার কথা ছিল। তবে ধারণা করা হচ্ছে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “ভারতের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। তারা সিরিজ আয়োজনের বিষয়ে সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে।”

তিনি আরও বলেন, “আমরা এখনই বলতে পারি না সিরিজ আগস্ট বা সেপ্টেম্বরে হবেই। আমরা চেষ্টা করছি সুবিধাজনক সময় খুঁজে বের করতে। সময়মতো এ সিরিজ আয়োজন করা হবে।”

সফরটি স্থগিত হলেও উভয় বোর্ড সিরিজটি ভবিষ্যতে আয়োজনের ব্যাপারে আগ্রহী বলে জানানো হয়েছে।