ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়া রেলওয়ে স্টেশনের সিগন্যাল কেবিনে এসি বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ০৬:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 81

আখাউড়া রেলওয়ে স্টেশনের সিগন্যাল কেবিনে এসি বিস্ফোরণ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সিগন্যাল কেবিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের ফলে সিগন্যাল যন্ত্রাংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে অফিসকক্ষের জানালার কাঁচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রেল কর্মকর্তা ও স্থানীয়রা তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপার মো. নুরুন্নবী জানান, এ ঘটনায় সিগন্যাল ব্যবস্থায় বড় ধরনের সমস্যা দেখা দেয়। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিগন্যাল লাইন সচল রাখা সম্ভব হয়নি।

এ সময়ে কয়েকটি ট্রেনকে ম্যানুয়াল সিগন্যালিংয়ের মাধ্যমে চলাচল করানো হয়। পরে সাড়ে চার ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে সিগন্যাল ব্যবস্থা পুনরায় সচল করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সিগন্যাল কেবিনে এসি বিস্ফোরণ

সর্বশেষ আপডেট ০৬:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সিগন্যাল কেবিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের ফলে সিগন্যাল যন্ত্রাংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে অফিসকক্ষের জানালার কাঁচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রেল কর্মকর্তা ও স্থানীয়রা তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপার মো. নুরুন্নবী জানান, এ ঘটনায় সিগন্যাল ব্যবস্থায় বড় ধরনের সমস্যা দেখা দেয়। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিগন্যাল লাইন সচল রাখা সম্ভব হয়নি।

এ সময়ে কয়েকটি ট্রেনকে ম্যানুয়াল সিগন্যালিংয়ের মাধ্যমে চলাচল করানো হয়। পরে সাড়ে চার ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে সিগন্যাল ব্যবস্থা পুনরায় সচল করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।