ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আকাশসীমা বন্ধ, ভেনেজুয়েলায় মার্কিন হামলা কি আসন্ন?

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 74

আকাশসীমা বন্ধ, ভেনেজুয়েলায় মার্কিন হামলা কি আসন্ন?

ভেনেজুয়েলা ও আশপাশের পুরো আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ বলে ধরে নিতে হবে, এমন নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৯ নভেম্বর) ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এ তথ্য জানান।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সব এয়ারলাইন্স, পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের জানানো হচ্ছে—ভেনেজুয়েলার উপর ও আশপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ বিবেচনা করুন।

এর আগে গত সপ্তাহে মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (এফএএ) প্রধান এয়ারলাইন্সগুলোকে সতর্ক করেছিলেন যে, ভেনেজুয়েলার ওপর দিয়ে উড়োজাহাজ চালানো ‘সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি’ সৃষ্টি করতে পারে। এফএএ এর কারণ হিসেবে উল্লেখ করেছে দেশের বর্ধিত নিরাপত্তাহীনতা এবং উচ্চমাত্রার সামরিক তৎপরতা।

রয়টার্স জানিয়েছে, এফএএর সতর্কতার পর ছয়টি বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করেছে। জবাবে ভেনেজুয়েলা সরকার ওই এয়ারলাইন্সগুলোর অপারেটিং রাইটস বা পরিচালনার অনুমতি বাতিল করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আকাশসীমা বন্ধ, ভেনেজুয়েলায় মার্কিন হামলা কি আসন্ন?

সর্বশেষ আপডেট ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

ভেনেজুয়েলা ও আশপাশের পুরো আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ বলে ধরে নিতে হবে, এমন নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৯ নভেম্বর) ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এ তথ্য জানান।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সব এয়ারলাইন্স, পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের জানানো হচ্ছে—ভেনেজুয়েলার উপর ও আশপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ বিবেচনা করুন।

এর আগে গত সপ্তাহে মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (এফএএ) প্রধান এয়ারলাইন্সগুলোকে সতর্ক করেছিলেন যে, ভেনেজুয়েলার ওপর দিয়ে উড়োজাহাজ চালানো ‘সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি’ সৃষ্টি করতে পারে। এফএএ এর কারণ হিসেবে উল্লেখ করেছে দেশের বর্ধিত নিরাপত্তাহীনতা এবং উচ্চমাত্রার সামরিক তৎপরতা।

রয়টার্স জানিয়েছে, এফএএর সতর্কতার পর ছয়টি বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করেছে। জবাবে ভেনেজুয়েলা সরকার ওই এয়ারলাইন্সগুলোর অপারেটিং রাইটস বা পরিচালনার অনুমতি বাতিল করেছে।