আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ
- সর্বশেষ আপডেট ১০:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 82
সাতক্ষীরায় আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত কথিত গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি স্বীকৃতি ও সাম্প্রতিক নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।
বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে শহীদ আসিব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন শহর শিবির সভাপতি আল মামুন, জেলা সভাপতি জুবায়ের হোসেন, সাবেক সভাপতি খোরশেদ আলম এবং বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব মাকছুদুর রহমান।
বক্তারা অভিযোগ করেন, গণহত্যার বিচারে ধীরগতি ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে আওয়ামী লীগ দেশে পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা দ্রুত জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং কথিত গণহত্যার বিচার দাবি করেন।




































