ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 85

আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই হত্যাকাণ্ডের দায়ে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার বিষয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, “শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক বন্ধ হবে না। কারণ, দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক। বাংলাদেশ আশা করে, দণ্ডপ্রাপ্তদের দ্রুততম সময়ে ফেরত পাওয়া যাবে।”

দুই দেশের সম্পর্ক বিষয়ে তিনি আরও বলেন, “তিস্তার পানি হোক, সীমান্ত হত্যা হোক—এগুলো শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। আমাদের স্বার্থগুলো রক্ষা করার চেষ্টা অব্যাহত থাকবে। কতদিন লাগবে তা জানা নেই, তবে আমরা চাই, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত দেওয়া হোক যাতে সাজা কার্যকর করা যায়।”

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে আছেন—এটি জানা গেলেও দিল্লি অফিসিয়াল কোনো তথ্য দেয়নি। তাকে ফেরত আনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।”

বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা হচ্ছে, যেখানে যুদ্ধাবস্থা নেই। বাংলাদেশ এ বিষয়ে নিন্দা জানিয়ে আসছে এবং জানাতে থাকবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৬:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই হত্যাকাণ্ডের দায়ে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার বিষয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, “শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক বন্ধ হবে না। কারণ, দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক। বাংলাদেশ আশা করে, দণ্ডপ্রাপ্তদের দ্রুততম সময়ে ফেরত পাওয়া যাবে।”

দুই দেশের সম্পর্ক বিষয়ে তিনি আরও বলেন, “তিস্তার পানি হোক, সীমান্ত হত্যা হোক—এগুলো শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। আমাদের স্বার্থগুলো রক্ষা করার চেষ্টা অব্যাহত থাকবে। কতদিন লাগবে তা জানা নেই, তবে আমরা চাই, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত দেওয়া হোক যাতে সাজা কার্যকর করা যায়।”

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে আছেন—এটি জানা গেলেও দিল্লি অফিসিয়াল কোনো তথ্য দেয়নি। তাকে ফেরত আনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।”

বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা হচ্ছে, যেখানে যুদ্ধাবস্থা নেই। বাংলাদেশ এ বিষয়ে নিন্দা জানিয়ে আসছে এবং জানাতে থাকবে।”