আইসিসি’র চূড়ান্ত সিদ্ধান্ত ভারতে খেলতে হবে বাংলাদেশকে
- সর্বশেষ আপডেট ০৯:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 20
আইসিসি চূড়ান্ত ঘোষণা দিয়েছে যে বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে গিয়েই খেলতে হবে। নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের উদ্বেগের পরও সূচি ও ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাটি বলেছে, এমন পরিবর্তন ভবিষ্যতের ইভেন্টগুলোর জন্য নজির হিসেবে ক্ষতিকর হতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানিয়েছিল। বিষয়টি নিয়ে ভিডিও কনফারেন্সে আইসিসি বোর্ড সভা হয়।
সভার পর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাধীন নিরাপত্তা সংস্থা এবং আয়োজক দেশের আইনশৃঙ্খলা কর্মকর্তাদের মূল্যায়নে ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিক বা দর্শকের জন্য যাচাইযোগ্য ঝুঁকি নেই।’
আইসিসি আরও উল্লেখ করেছে, টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা বাস্তবসম্মত নয়। “নির্ভরযোগ্য ঝুঁকি না থাকলেও সূচি বদল করলে ভবিষ্যতে আইসিসি ইভেন্টের নিরপেক্ষতা ও শাসন কাঠামোর জন্য নজির তৈরি হবে,” বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সংবাদে বলা হয়েছে, বিসিবির সঙ্গে আইসিসি নিয়মিত বৈঠক ও চিঠিপত্র বিনিময় করেছে। ভেন্যুভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, রাজ্য ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয়সহ সব তথ্য বিসিবিকে জানানো হয়েছে। তারপরও বিসিবি তাদের অবস্থানে অনড় থেকেছে এবং একটি ঘরোয়া লিগের বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে বিশ্বকাপে অংশগ্রহণ যুক্ত করেছে, যা নিরাপত্তার সঙ্গে সম্পর্কহীন।
আইসিসি স্পষ্ট করেছে, বিশ্ব ক্রিকেটের স্বার্থ ও প্রতিযোগিতার স্বচ্ছতা রক্ষায় তারা ন্যায্য ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিয়েছে। ২০টি অংশগ্রহণকারী দেশের জন্য একই নীতিমালা প্রযোজ্য, এবং ঝুঁকির প্রমাণ না থাকায় ম্যাচ স্থানান্তর সম্ভব নয়।


































