আইপিএল নিলামে গ্রিন ও মুস্তাফিজের রেকর্ড দাম
- সর্বশেষ আপডেট ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 148
আইপিএলের নিলাম এ বছর রীতিমতো ইতিহাস গড়েছে। ১৯ বছরের আইপিএল ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে উঠে এলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
কলকাতা নাইট রাইডার্স গ্রিনকে দলে নিতে খরচ করেছে ২৫ কোটি ২০ লাখ রুপি। এই দামে তিনি অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের রেকর্ড ছাড়িয়ে গেছেন। স্টার্কের আগে নিলামে সর্বোচ্চ মূল্য ছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি।
ক্যামেরন গ্রিনের নিলাম শুরু হয়েছিল মাত্র ২ কোটি রুপি ভিত্তিমূল্যে। প্রথমে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস আগ্রহ দেখায়, কিন্তু দর যখন ১৪ কোটি রুপির ওপরে পৌঁছায়, তখন রাজস্থান পিছু হটে। এরপর কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা জয়ী হয়ে গ্রিনকে দলে ভেড়ায়।
বাংলাদেশি টাকায় ক্যামেরন গ্রিনের মূল্য দাঁড়ায় প্রায় ৩৩ কোটি ৮৩ লাখ টাকা। একই নিলামে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও দলে নির্বাচিত হয়েছেন ৯ কোটি ২০ লাখ রুপিতে, সেটিও নতুন রেকর্ড। মুস্তাফিজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
নিলামের শুরুতেই সাউথ আফ্রিকার বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড মিলারকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
আজকের নিলামে মুস্তাফিজের পাশাপাশি আরও ছয়জন বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল—তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান এবং শরীফুল ইসলাম।
ক্যামেরন গ্রিনের এই রেকর্ডমূল্য আইপিএল নিলামে নতুন ইতিহাসের সূচনা করেছে।



































