ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইনি জটিলতায় পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৫৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 35

ছবি সংগৃহীত

আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের জাতীয় সংসদ নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসনসীমা নির্ধারণ নিয়ে আদালতের আদেশ ও আপিল সংক্রান্ত অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সম্প্রতি একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে নির্বাচন কমিশন।

সর্বশেষ সীমানা নির্ধারণসংক্রান্ত সিদ্ধান্ত বদলের কারণে আইনি জটিলতায় পড়ে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত করা হলো। এই দুই আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করলেও পরে সেই আপিল আবেদন প্রত্যাহার করে নেয়।

গত ৫ জানুয়ারি আপিল বিভাগের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে হাইকোর্টের রায়ের আলোকে গত ২৪ ডিসেম্বর পাবনা-১, পাবনা-২ ও ফরিদপুর-২ আসনের সীমানা পরিবর্তন করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই গেজেট অনুযায়ী সাথিয়া উপজেলার পাশাপাশি বেড়া উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন গঠন করা হয়। একই সঙ্গে পাবনা-২ আসন থেকে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার ওই পৌরসভা ও চারটি ইউনিয়ন বাদ দেওয়া হয়।

তবে আপিল বিভাগ নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বরের সংশোধিত গেজেটের সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন।  ফলে সীমানা পরিবর্তনসংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর হয়নি। পরে রায়ের অনুলিপি নির্বাচন কমিশনে পৌঁছালে এই দুই আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানান, বাগেরহাট ও গাজীপুরের সীমানা সংক্রান্ত মামলায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নেওয়া হলেও পাবনা-১ ও ২ আসনের ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার আগেই হাইকোর্টের রায় অনুযায়ী সীমানা পরিবর্তন করা হয়। এ ক্ষেত্রে আপিল নিষ্পত্তির জন্য অপেক্ষা করা হয়নি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন পুরোপুরি বাতিল করা হয়নি। আপাতত স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই দুই আসনের নির্বাচন স্থগিত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইনি জটিলতায় পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিত

সর্বশেষ আপডেট ০২:৫৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের জাতীয় সংসদ নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসনসীমা নির্ধারণ নিয়ে আদালতের আদেশ ও আপিল সংক্রান্ত অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সম্প্রতি একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে নির্বাচন কমিশন।

সর্বশেষ সীমানা নির্ধারণসংক্রান্ত সিদ্ধান্ত বদলের কারণে আইনি জটিলতায় পড়ে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত করা হলো। এই দুই আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করলেও পরে সেই আপিল আবেদন প্রত্যাহার করে নেয়।

গত ৫ জানুয়ারি আপিল বিভাগের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে হাইকোর্টের রায়ের আলোকে গত ২৪ ডিসেম্বর পাবনা-১, পাবনা-২ ও ফরিদপুর-২ আসনের সীমানা পরিবর্তন করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই গেজেট অনুযায়ী সাথিয়া উপজেলার পাশাপাশি বেড়া উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন গঠন করা হয়। একই সঙ্গে পাবনা-২ আসন থেকে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার ওই পৌরসভা ও চারটি ইউনিয়ন বাদ দেওয়া হয়।

তবে আপিল বিভাগ নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বরের সংশোধিত গেজেটের সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন।  ফলে সীমানা পরিবর্তনসংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর হয়নি। পরে রায়ের অনুলিপি নির্বাচন কমিশনে পৌঁছালে এই দুই আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানান, বাগেরহাট ও গাজীপুরের সীমানা সংক্রান্ত মামলায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নেওয়া হলেও পাবনা-১ ও ২ আসনের ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার আগেই হাইকোর্টের রায় অনুযায়ী সীমানা পরিবর্তন করা হয়। এ ক্ষেত্রে আপিল নিষ্পত্তির জন্য অপেক্ষা করা হয়নি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন পুরোপুরি বাতিল করা হয়নি। আপাতত স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই দুই আসনের নির্বাচন স্থগিত থাকবে।