ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:১১:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 77

গণঅধিকার পরিষদ

রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ। আজ রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এ দাবি জানান।

রাশেদ খান বলেন, নুরুল হক নূর ও প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর রক্তাক্ত হামলা চালানো হয়েছে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে। এটি কোনও সাধারণ ‘মব’ নয়।

তিনি আরও জানান, আইএসপিআর বলেছে হামলা হয়েছে ‘মব’ হিসেবে, কিন্তু প্রকৃতপক্ষে হামলা চালিয়েছে সেনাবাহিনীর কয়েকজন সদস্য। “আমরা আমাদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করছিলাম, তখনই সেনাবাহিনীর সদস্যরা হামলা চালায়। তাই এটিকে মব বলা যায় না। যদি মবও হয়, সেটি সৃষ্টি করেছে সেনাবাহিনী,” তিনি বলেন।

রাশেদ খান উল্লেখ করেন, সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি এসেছে তা তারা প্রত্যাখ্যান করছেন। তিনি জানান, তাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে এবং নেতাকর্মীদের রক্তাক্ত অবস্থায় ধরা হয়েছে। “এটিকে যদি মব বলা হয়, তবে সেই মব করেছে সেনাবাহিনী,” তিনি যোগ করেন।

এর আগে, গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিজয়নগরের গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নূরসহ অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

সর্বশেষ আপডেট ০৭:১১:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ। আজ রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এ দাবি জানান।

রাশেদ খান বলেন, নুরুল হক নূর ও প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর রক্তাক্ত হামলা চালানো হয়েছে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে। এটি কোনও সাধারণ ‘মব’ নয়।

তিনি আরও জানান, আইএসপিআর বলেছে হামলা হয়েছে ‘মব’ হিসেবে, কিন্তু প্রকৃতপক্ষে হামলা চালিয়েছে সেনাবাহিনীর কয়েকজন সদস্য। “আমরা আমাদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করছিলাম, তখনই সেনাবাহিনীর সদস্যরা হামলা চালায়। তাই এটিকে মব বলা যায় না। যদি মবও হয়, সেটি সৃষ্টি করেছে সেনাবাহিনী,” তিনি বলেন।

রাশেদ খান উল্লেখ করেন, সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি এসেছে তা তারা প্রত্যাখ্যান করছেন। তিনি জানান, তাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে এবং নেতাকর্মীদের রক্তাক্ত অবস্থায় ধরা হয়েছে। “এটিকে যদি মব বলা হয়, তবে সেই মব করেছে সেনাবাহিনী,” তিনি যোগ করেন।

এর আগে, গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিজয়নগরের গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নূরসহ অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হন।