ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা সম্ভব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 84

অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা সম্ভব

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা সম্ভব এবং সংবিধানে এতে কোনো বাধা নেই।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয় নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। জনগণ যেভাবে চাইবেন, সেভাবেই আইন হবে এবং জনগণই দেশ চালাবেন।

রাষ্ট্রপক্ষের শুনানির সময় অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজকে কুঠারাঘাত করেছে। এতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমাজ ব্যবস্থাও নষ্ট হয়েছে। এছাড়া মৃত ব্যক্তিকেও ভোটের সুযোগ দেওয়া হয়েছে।

এর আগে, বুধবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন মো. আসাদুজ্জামান। তিনি জানান, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন। তবে একদিন পর পদে থেকেই নির্বাচন করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা সম্ভব

সর্বশেষ আপডেট ০৪:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা সম্ভব এবং সংবিধানে এতে কোনো বাধা নেই।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয় নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। জনগণ যেভাবে চাইবেন, সেভাবেই আইন হবে এবং জনগণই দেশ চালাবেন।

রাষ্ট্রপক্ষের শুনানির সময় অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজকে কুঠারাঘাত করেছে। এতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমাজ ব্যবস্থাও নষ্ট হয়েছে। এছাড়া মৃত ব্যক্তিকেও ভোটের সুযোগ দেওয়া হয়েছে।

এর আগে, বুধবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন মো. আসাদুজ্জামান। তিনি জানান, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন। তবে একদিন পর পদে থেকেই নির্বাচন করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।