অস্ট্রেলিয়া দলে ফিরলেন মিচেল স্টার্ক, বাদ লাবুশেন
- সর্বশেষ আপডেট ১১:৪৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 126
ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মিচেল স্টার্ক, যিনি প্রায় এক বছর পর ওয়ানডে খেলতে নামছেন। সর্বশেষ তিনি এই ফরম্যাটে মাঠে নেমেছিলেন ২০২৪ সালের নভেম্বরে।
তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ১৯ অক্টোবর, পার্থে। দলে জায়গা হয়নি মার্নাস লাবুশেনের, যিনি শেষ কিছু ওয়ানডেতে রান খরা কাটাতে পারেননি। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন ২৯ বছর বয়সী ব্যাটার ম্যাট রেনশ, যাঁর এটি হতে পারে ওয়ানডে অভিষেক।
রেনশ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছেন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), কুপার কনোলি, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), মিচেল ওউন, ম্যাট রেনশ, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
অভিজ্ঞ কিপার-ব্যাটার অ্যালেক্স কেরি পার্থে প্রথম ওয়ানডেটি খেলবেন না। কারণ, সেই সময় তিনি সাউথ অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে অংশ নিচ্ছেন। পরের দুই ওয়ানডেতে তাঁর ফেরার কথা রয়েছে। লাবুশেন বাদ পড়লেও, ঘরোয়া মৌসুমে ভালো শুরু করেছেন। তাসমানিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডে করেছেন ১৬০ রানের ইনিংস, যা তাঁকে অ্যাশেজের আগে টেস্ট দলে ফিরিয়ে দিতে সহায়ক হতে পারে।
অন্যদিকে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ওয়ানডে দলে রাখা হলেও টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি। তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলে অ্যাশেজের প্রস্তুতি নেবেন।
প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াডও ঘোষণা:
ওয়ানডে সিরিজ শেষে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ২৯ অক্টোবর শুরু হবে সিরিজটি, ক্যানবেরায় প্রথম ম্যাচ দিয়ে। প্রথম দুই ম্যাচের জন্য আলাদা টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ইঞ্জুরির কারণে এই স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। অন্যদিকে, টি-টোয়েন্টিতে ফিরেছেন পেসার নাথান এলিস, যিনি পরিবারের নতুন অতিথির আগমনে আগের সিরিজে খেলেননি।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড (প্রথম দুই ম্যাচ):
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), ম্যাথিউ কুনেমান, মিচেল ওউন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
ব্যাটিং বিভাগে রয়েছেন হেড, মার্শ, ডেভিড, শর্ট, ওউন ও স্টয়নিস। পেস আক্রমণে হ্যাজলউড, এলিস, ডওয়ারশুইস ও বার্টলেট। স্পিনে আছেন কুনেমান ও জাম্পা।
টি-টোয়েন্টি সিরিজের বাকি তিন ম্যাচের জন্য পরবর্তীতে আলাদা স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।































