সুগার লেভেল স্বাভাবিক আছে
অসুস্থ জামায়াত আমির হাসপাতালে
- সর্বশেষ আপডেট ০৮:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / 340
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ (শনিবার, ১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিকেলে সমাবেশের সভাপতির বক্তব্যে অংশ নিয়ে বক্তব্য শুরুর প্রায় সাড়ে সাত মিনিট পর তিনি মঞ্চে পড়ে যান। পরে আবার উঠে বসে তিনি বক্তব্য চালিয়ে যান।
সমাবেশস্থলে উপস্থিত চিকিৎসকরা তাকে বক্তব্য না দেওয়ার অনুরোধ করলেও ডা. শফিকুর রহমান দৃঢ় কণ্ঠে বলেন, “আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাল্লাহ। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমার লড়াই অব্যাহত থাকবে।”
দু’দফায় অসুস্থ হয়ে পড়ার পরও তিনি মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন। এরপর সন্ধ্যায় তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। জামায়াতের প্রেস উইং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানায়, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রেস উইং আরও জানায়, তার প্রেসার এবং সুগার লেভেল স্বাভাবিক আছে।
ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করে দলটির পক্ষ থেকে দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, আজকের জাতীয় সমাবেশে জামায়াতে ইসলামী সাত দফা দাবি উত্থাপন করেছে। সমাবেশে দলটির শীর্ষ নেতারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট, জনগণের অধিকার, নির্বাচনী ব্যবস্থা এবং সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে যান তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

































