ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অসুরের মুখে দাড়ি লাগানোদের ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৮:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 265

অসুরের মুখে দাড়ি লাগানোদের ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজার প্রতিমায় অসুর চরিত্রের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি জানান, অসুরের মুখে যারা দাড়ি লাগিয়েছে, তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে এবং দ্রুত মামলা করা হবে। কোনো অপরাধী ছাড় পাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দোষীদের চিহ্নিত করা হচ্ছে। ফ্যাসিস্ট ও তাদের সহযোগী কিছু বুদ্ধিজীবীও এই কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান যেন কেউ সাম্প্রদায়িক উসকানি দিতে না পারে।

তিনি জানান, হিন্দু ধর্মীয় নেতারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে কেউ এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত এবং তা আরও শক্তিশালী করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক রতনশ্রী মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. তানভীর ইকবালসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অসুরের মুখে দাড়ি লাগানোদের ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৮:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

দুর্গাপূজার প্রতিমায় অসুর চরিত্রের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি জানান, অসুরের মুখে যারা দাড়ি লাগিয়েছে, তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে এবং দ্রুত মামলা করা হবে। কোনো অপরাধী ছাড় পাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দোষীদের চিহ্নিত করা হচ্ছে। ফ্যাসিস্ট ও তাদের সহযোগী কিছু বুদ্ধিজীবীও এই কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান যেন কেউ সাম্প্রদায়িক উসকানি দিতে না পারে।

তিনি জানান, হিন্দু ধর্মীয় নেতারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে কেউ এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত এবং তা আরও শক্তিশালী করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক রতনশ্রী মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. তানভীর ইকবালসহ অন্যান্য অতিথিবৃন্দ।